ডিসেম্বর ১৭, ২০১৯
আশাশুনিতে ৪৯তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
![]() আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে ৪৯ তম শীতকালীন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা। এসময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর হান্নান, উপজেলা শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল হক প্রমুখ। উদ্বোধনি দিনে অ্যাথলেটিক্সে ৮টি স্কুল মাদ্রাসা ২৪ টি ইভেন্টের খেলায় অংশ নেয়। ছাত্রদের ভলিবল খেলায় গোদাড়া আল মাদানী দাখিল মাদ্রাসা ২-০ সেটের ব্যবধানে চাপড়া মাধ্যমিক বিদ্যালয়কে হারিয়ে উপজেলা পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করে। এছাড়া ছাত্রদের ব্যাডমিন্টন খেলায় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় ২-০ সেটে আশাশুনি দাখিল মাদ্রাসাকে হারিয়ে উপজেলা পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করে। খেলা পরিচালনা করেন ক্রীড়া শিক্ষক আনিছুর রহমান, আসাদুল হক, জিএম বেলাল হোসেন ও কালীপদ বাইন। 6,202,604 total views, 2,001 views today |
|
|
|