আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে একটি দোকান ঘরের গোডাউন ভাঙচুর করে নগদ টাকা ও মালামাল লুঠপাটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আশাশুনি থানায় লিখিত অভিযোগ করেন গোয়ালডাঙ্গা বাজারের ব্যবসায়ী আল মদিনা হার্ডওয়্যারের মালিক জামালনগর গ্রামের ইউছুপ আলী। তিনি জানান আমি দীর্ঘদিন ধরে গোয়ালডাঙ্গা বাজারে হার্ডওয়্যারের ব্যবসা করে আসছি। দোকানের পাশে গোয়ালডাঙ্গা গ্রামের মৃত শেহের আলীর ছেলে আবুল কাশেম সরদারের সাথে জমিজমা সংক্রান্তে আমার শ্বশুর জামালনগর গ্রামের রুহুল আমিনের বিরোধ চলে আসছিল। তার জের ধরে শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল ৭টায় আবুল কাশেম তার দুই ছেলে বিল্লাল ও হাসানকে নিয়ে অতর্কিতে আমার দোকানের মধ্যে ঢুকে আমাকে আটকে রাখে। এরপর তারা আমার গোডাউনের মধ্যে ঢুকে টিনের বেড়া ও চাল কেটে পাশের পুকুরে ফেলে দেয়। এসময় গোডাউনে থাকা প্রায় দুই লক্ষাধিক টাকার ম্যাশিনারিজ মালামাল লুট করে নিয়ে গেছে। এছাড়া তারা আমার ক্যাশবাক্সে থাকা নগদ প্রায় ৭৫ হাজার টাকা ও আমার ব্যবহৃত বিকাশ অ্যাকাউন্টের ০১৭২০৯৬২০৫৬ নং মোবাইলটি নিয়ে যায়। যাতে প্রায় ১৩ হাজার টাকা আছে। পার্শ্ববর্তী লোকজন এসে তাদের হাত থেকে আমাদের উদ্ধার করে। প্রসঙ্গত. বিরোধপূর্ণ দেড় শতক জমিজমার বিষয়টি নিয়ে আমার শ্বশুর রুহুল আমিন উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে ১৩/২০১৯ নং পিটিশন মামলা দায়ের করেন। উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম দু পক্ষের কাগজ পর্যালোচনা করে গত ১১ নভেম্বরের আদেশে শ্বশুরের পক্ষে বিবাদীদের পরবর্তী ১৫ দিনের মধ্যে দেড় শতক জমি বুঝে দিতে বলেন। তারা জমি বুঝে না দিয়ে আমাদের গোডাউন ভাঙচুর করেছে।
আশাশুনিতে দোকান ভাঙচুরের অভিযোগ!
https://www.facebook.com/dailysuprovatsatkhira/