ডিসেম্বর ১৭, ২০১৯
আমার কিছু নিবেদিত কর্মী প্রয়োজন যারা কাজ করতে আগ্রহী : কালিগঞ্জে মাস ব্যাপী বিশেষ স্বাস্থ্য সেবা কার্যক্রমের উদ্বোধনি অনুষ্ঠানে ইউএনও রাসেল
![]() নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ সরকার দেশের বিভিন্ন বে-সরকারি হাসপাতালে প্রচুর পরিমাণ আর্থিক সহযোগিতা করে থাকেন। বারডেম হাসপাতালকে প্রতি মাসে ২ কোটি টাকা দিয়ে সহযোগিতা করে থাকে। ঢাকার বিভিন্ন বে-সরকারি হাসপাতাল আর্থিক সহযোগিতা পায়। যেটি ঢাকার বাইরে অনেকে জানে না। তবে আপনারা চাইলেও ওই সহযোগিতা পেতে পারেন। তার জন্য আপনাদের মুখের কথা খাতায় নিয়ে আসতে হবে। আপনারা নিয়ম মাফিক এপ্লিকেশন করেন অবশ্যই আপনারা সরকারিভাবে সহযোগিতা পাবেন। সরকার প্রতিবছর বিভিন্ন খাতে প্রচুর পরিমাণ অর্থ বরাদ্দ নিয়ে থাকেন যেগুলো আমি মন্ত্রণালয় থেকে নিয়ে আসতে পারি। তবে তার জন্য আমার কিছু নিবেদিত কর্মী প্রয়োজন যারা কাজ করতে আগ্রহী। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে কালিগঞ্জের লাইফ কেয়ার ডিজিটাল ল্যাব এন্ড হাসপাতাল’র আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে মাস ব্যাপী বিশেষ স্বাস্থ্য সেবা কার্যক্রমের উদ্বোধনি অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য প্রদানকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মোজম্মেল হক রাসেল এসব কথা বলেন। 6,222,945 total views, 1,008 views today |
|
|
|