Site icon suprovatsatkhira.com

আমাদের দুর্নীতিমুক্ত হওয়ার শপথ নিতে হবে : সাতক্ষীরা পলিটেকনিকে ট্রেনিং উদ্বোধনকালে জেলা প্রশাসক মোস্তফা কামাল

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা পলিটেকনিক ট্রেনিং উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সাতক্ষীরা পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মাকসুদুর রহমানের সভাপতিত্ব প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেন, প্রশিক্ষণই একমাত্র উপায় যার মাধ্যমে মানুষ যে অবস্থায় আছে সেখান থেকে উন্নতি লাভ করতে পারে। একটি প্রতিষ্ঠান তখনই ভালো চলে যখন কর্মকর্তা, কর্মচারীরা বিধিবিধান সম্পর্কে সঠিক জ্ঞান লাভ করে তা কর্মক্ষেত্রে প্রয়োগ করতে পারে। আমাদের সবাইকে দুর্নীতিমুক্ত হওয়ার শপথ নিতে হবে। মনে রাখতে হবে আমার দ্বারা যেন কোন মানুষ হয়রানির শিকার না হয়। আর এর মাধ্যমেই সামনে মুজিববর্ষে আমরা দুর্নীতি মুক্ত বাংলাদেশ উপহার দিতে পারবো। মঙ্গলবার সাতক্ষীরা পলিটেকনিক ইন্সটিটিউটে ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীদের ক্যাপাসিটি বিল্ডিং বিষয়ক ৫ দিনব্যাপী ইন-হাউজ ট্রেনিং উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রশিক্ষণার্থী ছাড়াও সাতক্ষীরা পলিটেকনিক ইন্সটিটিউটের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version