ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সিবি হসপিটালের উদ্যোগে আন্ত:কক্ষ বাৎসরিক প্রীতি ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় সিবি হসপিটালের গাড়ি পার্কিং এলাকায় খেলাটি অনুষ্ঠিত হয়। ১ম পর্বের খেলায় অতিথি থেকে খেলাটি উপভোগ করেন পরিচালক মনিটরিং এ.কে.এম খালিদুর রহমান, আল ইমরান, ডা. মনিরুল ইসলাম, আব্দুল হান্নানসহ সিবি হসপিটালে দায়িত্বরত চিকিৎসকগণ। ১৬ দলীয় এ খেলায় সালাউদ্দীন রায়হান জুটি বিজয়ী হন। ২য় পর্বে পুরস্কার বিতরণকালে উপস্থিত ছিলেন ডা. সঞ্জয় কুমার দাশ, ডা. সুমন কুমার দাশ, কাজী কামরুজ্জামান, শেখ এহসান হাবিব অয়ন, রোমিও প্রমুখ। খেলায় স্কোরারের দায়িত্ব পালন করেন মো: তরিকুল ইসলাম ও পরিচালনা করেন মো: শামিম। রাতে আনন্দঘন পরিবেশে প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।