Site icon suprovatsatkhira.com

অন্যের মুখাপেক্ষী না হয়ে প্রশিক্ষণের মাধ্যমে নিজের পায়ে দাঁড়াতে হবে-এমপি রবি

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় খেয়া ইনস্টিটিউট অব স্কীলস্ ডেভালপমেন্ট’র উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (০৩ ডিসেম্বর) বেলা ১২টায় সদরের আগরদাঁড়ি ইউনিয়নের ছয়ঘরিয়া খেয়া এনজিও’র নিজস্ব কার্যালয়ে খেয়া এনজিও’র নির্বাহী পরিচালক জ্যোৎ¯œা আরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,‘গার্মেন্টস’র প্রশিক্ষণটি সাতক্ষীরার জন্য অনেক সুফল বয়ে আনবে। বৈদেশিক মুদ্রা অর্জনে গার্মেন্টস অগ্রণী ভূমিকা রাখে। মহিলারা প্রশিক্ষণের মাধ্যমে কাজ করে স্বাবলম্বী হচ্ছে। আমাদের মেয়েরা আগের মত আর পিছিয়ে নেই। অন্যের মুখাপেক্ষী হওয়া ভাল নয়। নিজের পায়ে দাঁড়াতে হবে, তাহলে জীবনে সফলতা আসবে। তোমরাই পারো সেটাই প্রমাণ করতে হবে।’
উদ্বোধনি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ মো. জিয়াউল হক, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও সাপ্তাহিক ইচ্ছেনদী পত্রিকার সম্পাদক মকসুমুল হাকিম, আগরদাঁড়ি ইউপি চেয়ারম্যান মো. মজনুর রহমান মালি প্রমুখ। সাংসদ রবি প্রশিক্ষণার্থীদের কার্যক্রম ঘুরে ঘুরে দেখেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন খেয়া এনজিও’র প্রোগ্রাম ম্যানেজার মো. আব্দুল হান্নান।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version