নভেম্বর ১, ২০১৯
মামলায় জড়ানোর হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
পাটকেলঘাটা প্রতিনিধি: মিথ্যা ও হয়রানি মামলায় জড়ানোর হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে তালা উপজেলা ইমারাত নির্মাণ শ্রমিক ইউনিয়নরে সাধারণ সম্পাদক শেখ আবু দাউদ। শুক্রবার (১ নভেম্বর) সন্ধ্যা ৬টায় পাটকেলঘাটা ইমারত নির্মাণ শ্রমিক অফিস কার্যালয়ে জনাকীর্ণ সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পড়ে শোনান। তিনি বলেন, তালা উপজেলার কাশিপুর গ্রামের মৃত আবু বক্করের পুত্র নির্মাণ শ্রমিক ইউনিয়নের সদস্য শেখ আবু জাহিদ গত ২১ জুলাই পাটকেলঘাটার পারকুমিরা গ্রামের মৃত হাজারীলাল কাশ্যপীর ছেলে তাপস কাশ্যপীর বাড়িতে নির্মাণ কাজ করছিল। মাত্র ২ফুট দুরে যাওয়া ১১হাজার ভোল্টের বৈদ্যুতিক তার থাকায় অসাবধানতা বশত তার স্পর্শে তার শরীরের প্রায় ৭০ শতাংশ পুড়ে যায়। দীর্ঘ আড়াই মাস খুলনা ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বাড়িতে ফিরে আসে। এ পর্যন্ত তার চিকিৎসার জন্য দু’লক্ষ টাকা খরচ হয়েছে। তার দুটি পা পঙ্গু হয়ে গেছে টাকার অভাবে চিকিৎসা বন্ধ, বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক। বাড়ির সহায় সম্বল বিক্রি করে চিকিৎসা করেও তেমন সুস্থ হয়নি। এদিকে বাড়ির মালিক তাপস কাশ্যপীর কাছে পরিবার ও নির্মাণ শ্রমিকের পক্ষ থেকে সালিশ বৈঠক করেও কোন সুরাহা হয়নি। বর্তমানে টাকার অভাবে তার চিকিৎসা সেবা বন্ধ হয়ে গেছে। পরিবার পরিজন নিয়ে কষ্টে দিন যাপন করছে। শেখ আবু দাউদ আরও বলেন, আমার ইউনিয়নের উক্ত শ্রমিক সদস্যের চিকিৎসার জন্য ক্ষতি পূরণ দাবি করলে আমাকে হুমকি ধামকি চাঁদাবাজি খুন গুম সহ বিভিন্ন রকম মিথ্যা মামলার ভয় দেখান। বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি উক্ত ঘটনা থেকে পরিত্রাণ পেতে ও অসহায় বিদ্যুৎস্পৃষ্ট শ্রমিকের আর্থিক সাহায্যের জোর আবেদন জানাচ্ছি। এ সময় ভুক্তভোগীর বড় ভাই শেখ আবু সাঈদ টুটুল, মামা শেখ মুছানুর রহমান, শেখ আজিজুল ইসলাম, তালা উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম খোকা, প্রচার সম্পাদক জিয়াউর রহমান, শফিকুল,আজিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। 8,587,394 total views, 4,080 views today |
|
|
|