নভেম্বর ১৯, ২০১৯
পাটকেলঘাটায় হঠাৎ লবণ উধাও
পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: পাটকেলঘাটায় হঠাৎ লবণ উধাও। সন্ধ্যায় ৩-৪ গুণ বেশি দামে লবণ ক্রয় করতে দেখা যায় ক্রেতাদেরকে। মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় পাটকেলঘাটা বাজার ঘুরে দেখা যায় মুদিখানা দোকানগুলোতে লবণ ক্রেতাদের উপচে পড়া ভিড়। হঠাৎ বাজারে গুজব উঠে আগামীকাল লবণের কেজি ২০০-৩০০ টাকা হবে। এ খবর শুনা মাত্রই যে যেখানে যে অবস্থায় আছে ছুটে মুদিখানা দোকানে পৌঁছায়। কেউ ৫-১০ কেজি, কেউবা ভ্যান-ভ্যান লবণের বস্তা কিনে মজুদদারি করার চেষ্টা চালাচ্ছে। পাটকেলঘাটা বাজারের বড় পাইকারি মুদি ব্যবসায়ী আদি সততা স্টোরের মালিক নারায়ণ চন্দ্রের দোকানে গিয়ে দেখা যায় ক্রেতাদের ভিড়। সূর্য লবণ ৫০ প্যাকেটের একটি বস্তা কিছুক্ষণ আগে যা বিক্রি হচ্ছিল ২৯০ টাকা ঘণ্টা খানিকের মধ্যে তার দাম ৪০০ টাকায় বিক্রি করতে দেখা যায়। এক পর্যায়ে ক্রেতাদের চাপ দেখে লবণ আর নেই বলে জানায় মুদি দোকানদাররা। কনফিডেনস লবণের প্যাকেট (০১ কেজি) যা ২৮ টাকা ছিল তা এ মুহ‚র্তে কোথাও কোথাও ৪০-৫০ টাকা বিক্রি হচ্ছে। তালা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) খন্দকার রবিউল ইসলাম জানান, লবণের দাম বৃদ্ধি সম্পূর্ণ গুজব, যারা বাজারে এ রকম অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে তাদেরকে শীঘ্রই আইনের আওতায় আনা হবে। 8,585,923 total views, 2,609 views today |
|
|
|