নভেম্বর ৭, ২০১৯
খুলনা জেলা আওয়ামী লীগের সভা অনুষ্ঠিত
খুলনা প্রতিনিধি: খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি, জেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ বলেন, আগামী ৮ ডিসেম্বর খুলনা জেলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ২৩ নভেম্বর পাইকগাছা উপজেলা আ,লীগের সম্মেলন হবে। জননেত্রী শেখ হাসিনা কেন্দ্রের নির্দেশনা দুর্নীতি ও শুদ্ধি অভিযানের পাশাপাশি রাজনীতিতে ও শুদ্ধি অভিযান শুরু হয়েছে। সে অনুযায়ী তৃণমূল পর্যায়ে হাইব্রিড, সমাজ বিরোধী, স্বাধীনতা বিরোধী, মাদক ব্যবসায়ী এবং দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন কোন ব্যক্তি দলীয় টিকিট দেওয়া ও কমিটিতে অন্তর্ভুক্ত করা হবে না। বৃহস্পতিবার (০৭ নভেম্বর) বিকেল ৩ টায় দলীয় কার্যালয়ে খুলনা জেলা আ’লীগের কার্যনির্বাহী কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাড. সুজিত কুমার অধিকারীর পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আ’লীগ নেতা সাবেক সাংসদ শেখ মো. নূরুল হক, অ্যাড. কাজী বাদশা মিয়া, অ্যাড. সোহরাব আলী সানা, অ্যাড.এম এম মুজিবুর রহমান, এফ এম মাকসুদুর রহমান, বিএমএ সালাম, বাবু নারায়ন চন্দ্র চন্দ এমপি, মো. আক্তারুজ্জামান বাবু এমপি, মো. আব্দুস সালাম মুর্শিদি এমপি, মো. সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, মো. কামরুজ্জামান জামাল সহ অন্যান্য নেতৃবৃন্দ। সভায় আসন্ন জেলা আ’লীগের সম্মেলন সফল করার লক্ষে কয়েকটি উপ-কমিটি গঠন করা হয়। এছাড়া খুলনা-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুস সালাম মুর্শিদিকে খুলনা জেলা আ’লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। 8,568,547 total views, 7,252 views today |
|
|
|