নভেম্বর ২, ২০১৯
কালিগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরধরে- বসতবাড়ি ভাঙচুর, লুটপাটসহ আহত-৪
মথুরেশপুর (কালিগঞ্জ) প্রতিনিধি: জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরধরে কালিগঞ্জের মথুরেশপুর ইউনিয়নের গণপতি গ্রামের মৃত শেখ আব্দুস সোবহান’র ছেলে সাইফুল ইসলামের বসত-বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট’র অভিযোগ উঠেছে। গত শুক্রবার (১ নভেম্বর) বিকেলে এ ঘটনাটি ঘটেছে। এসময় ৪ জন গুরুতর আহত হয়েছে। এঘটনায় ভুক্তভোগী সাইফুল ইসলাম কালিগঞ্জ থানায় লিখিত এজাহার দিয়েছেন। এজাহার সূত্রে জানা যায়, উপজেলার মথুরেশপুর ইউনিয়নের মৃত আক্তার আলীর ছেলে শেখ আব্দুল আজিজ ওরফে টেটো মিস্ত্রীর সাথে ওই গ্রামের সাইফুল ইসলামের দীর্ঘদিন জমি-জমা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। পূর্ব শত্রুতার জের হিসেবে গত ১ নভেম্বর বিকেল ৩ টার দিকে টেটো মিস্ত্রী বহিরাগত লাঠিয়াল বাহিনী ভাড়া করে সাইফুল ইসলামের দখলীয় সম্পত্তি জবর দখলের উদ্দ্যেশে বে-আইনি জনতাবন্ধে অস্ত্র-সস্ত্রের সজ্জিত হয়ে অনধিকার ভাবে সাইফুল ইসলামের গণপতি মৌজাস্থ বাড়িতে প্রবেশ করে টিনসেডের বসতঘর ভাঙচুর করতে থাকে। এসময় সাইফুল ইসলাম বাঁধা দিলে টেটো মিস্ত্রী গং তাকে এলোপাতাড়ি মারতে থাকে। একপর্যায়ে সাইফুল ইসলামের স্ত্রী ঠেকাতে গেলে টেটো মিস্ত্রী গং ধারালো দা দিয়ে তার মাথায় কোপ মারে এবং শ্লীলতাহানির ঘটনাও ঘটায়। 8,570,621 total views, 9,326 views today |
|
|
|