নভেম্বর ৩০, ২০১৯
বদ্দীপুর কলোনির জলাবদ্ধ এলাকা পরিদর্শন ![]() ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা পৌরসভার বদ্দীপুর কলোনি এলাকার জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল। শনিবার (৩০ নভেম্বর) দুপুরে বদ্দীপুর কলোনির জলাবদ্ধ এলাকা পরিদর্শন করে স্থানীয় কাউন্সিলারকে তিনি এই নির্দেশ দেন। এসময় জেলা প্রশাসক বলেন, জলাবদ্ধতায় এলাকাবাসী অবর্ণনীয় দুর্ভোগে রয়েছে। বেতনা নদীকে পানি নিষ্কাশনের জন্য উপযুক্ত করতে না পারা পর্যন্ত এই দুর্ভোগ থেকে মুক্তি পাওয়া কষ্টসাধ্য। এজন্য বেতনা খননের প্রস্তাব পাঠানো হয়েছে। তিনি এলাকাবাসীর সাথে পরামর্শ পূর্বক বর্তমানে করণীয় নির্ধারণ করে স্থানীয় কাউন্সিলারকে জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন এবং এজন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। বদ্দীপুর কলোনির জলাবদ্ধ এলাকা পরিদর্শনকালে তার সাথে পৌর তাজকিন আহমেদ চিশতি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। |
সম্পাদক ও প্রকাশক : এ কে এম আনিছুর রহমান
পলাশপোল (চৌধুরী পাড়া) সাতক্ষীরা ৯৪০০।
|
বার্তা বিভাগ: ০৪৭১৬২৭০০ মোবাইল: ০১৭১১-১৮২৩২৩
বিজ্ঞাপন: 01705146774 সার্কুলেশন: ০১৭৪৫-৫৫৯৬২৮ ই-মেইল: suprovatsatkhira@gmail.com
|