নভেম্বর ২২, ২০১৯
কালিগঞ্জের কৃষ্ণনগরে ঈদে মিলাদুন্নবী (সা:) পালিত ![]() কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়নের বেনাদনা গ্রামের খোকন ঢালীর বাড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) পালিত হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত অনুষ্ঠিত মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন হযরত মাওলানা আব্দুল আজিজ আল-কাদেরী। বিশেষ বক্তা ছিলেন হযরত মাওলানা জিয়াউর রহমান, হযরত মাওলানা মমিন আলী, হাফেজ ক্বারী আব্দুল আজিজ প্রমুখ। মাহফিলে এলাকার ধর্মপ্রাণ মুসলিমগণ উপস্থিত ছিলেন। |
সম্পাদক ও প্রকাশক : এ কে এম আনিছুর রহমান
পলাশপোল (চৌধুরী পাড়া) সাতক্ষীরা ৯৪০০।
|
বার্তা বিভাগ: ০৪৭১৬২৭০০ মোবাইল: ০১৭১১-১৮২৩২৩
বিজ্ঞাপন: 01705146774 সার্কুলেশন: ০১৭৪৫-৫৫৯৬২৮ ই-মেইল: suprovatsatkhira@gmail.com
|