নভেম্বর ১৯, ২০১৯
কালিগঞ্জের ধলবাড়িয়ায় গরু মোটাতাজা করণে ৭ দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান ![]() ধলবাড়িয়া (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জের ধলবাড়িয়া ইউপি’র মুড়াগাছা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে গরুমোটাতাজা করনে ৭ দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) বিকাল ৩ টায় আনুষ্ঠানিক ভাবে সমাপ্ত ঘোষনা করা হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহ-অফিসার বাবলুর রহমান। ধলবাড়িয়া ইউনিয়ন প্রাণিসম্পদ টেকনিশিয়ান জাকির হোসেনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন খড়মী উদয় যুব সংঘের সভাপতি রাজবুল হাসান রাজু, যুব উন্নয়ন কর্মী নাজমুল ইসলাম, সাইফুল ইসলাম জাহাঙ্গীর আলম প্রমুখ। উল্লেখ্য অত্র এলাকা থেকে ৩৫ জন বেকার যুবক এবং যুব মহিলাকে ৭ দিনব্যাপী এ প্রশিক্ষণ প্রদান করা হয়। |
সম্পাদক ও প্রকাশক : এ কে এম আনিছুর রহমান
পলাশপোল (চৌধুরী পাড়া) সাতক্ষীরা ৯৪০০।
|
বার্তা বিভাগ: ০৪৭১৬২৭০০ মোবাইল: ০১৭১১-১৮২৩২৩
বিজ্ঞাপন: 01705146774 সার্কুলেশন: ০১৭৪৫-৫৫৯৬২৮ ই-মেইল: suprovatsatkhira@gmail.com
|