ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় এপার বাংলা বনাম ওপার বাংলা ফ্রেন্ডশিপ ক্রিকেট ম্যাচ ২০১৯-২০ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে খেলার উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর দুই আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
উদ্বোধনি অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আশরাফুজ্জামান আশু, অতিরিক্ত সাধারণ সম্পাদক মাহমুদ হাসান মুক্তি প্রমুখ। এপার বাংলা বনাম ওপার বাংলা ফ্রেন্ডশিপ ক্রিকেট ম্যাচ ২০১৯-২০ এর অংশ নেয় ভারতের কলকাতার পাল অ্যান্ড চ্যাটার্জী ক্রিকেট একাডেমি ও বাংলাদেশের সাতক্ষীরা জেলার অনুর্ধ্ব ১৮ দলের খেলোয়াড়রা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এপার বাংলা বনাম ওপার বাংলা ফ্রেন্ডশিপ ক্রিকেট ম্যাচ ২০১৯-২০ এর ভেন্যু ম্যানেজার ইদ্রিস বাবু, ভারতের টিম ম্যানেজার পঙ্কজ পাল, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য মো. আব্দুল মান্নান, ইকবাল কবির খান বাপ্পি, সৈয়দ জয়নুল আবেদীন জসি, কবিরুজ্জামান রুবেল, হাফিজুর রহমান খান বিটু, কাজী কামরুজ্জামান, খন্দকার আরিফ হাসান প্রিন্স, মীর তাজুল ইসলাম রিপন, মো. আলতাফ হোসেন, মহিলা সদস্য ফারহা দীবা খান সাথী প্রমুখ। আম্পায়ার’র দায়িত্ব পালন করেন রফিকুর রহমান লাল্টু, জি.এম সাইফুল ইসলাম, স্কোরার ফজলুল করিম। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য আ.ম আক্তারুজ্জামান মুকুল। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,‘সাতক্ষীরায় এপার বাংলা বনাম ওপার বাংলা ফ্রেন্ডশিপ ক্রিকেট ম্যাচ’র মধ্য দিয়ে ভারত বাংলাদেশ সম্পর্ক আরো জোরদার হবে। ভারতের সাথে বাংলাদেশের রয়েছে হৃদয়ের সম্পর্ক। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ভারতের সেনারা বাংলাদেশের সহযোগিতা করে জীবন দিয়েছেন।