নভেম্বর ৩, ২০১৯
সকলের সহযোগিতা ও সচেতনতায় ডেঙ্গু প্রতিরোধ সম্ভব হয়েছে : এমপি রবি
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদর হাসপাতাল স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (০৩ নভেম্বর) বেলা ১১টায় সদর হাসপাতালের সভা কক্ষে জেলা সদর হাসপাতাল তত্ত¡াবধায়কের কার্যালয়ে, বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সদর হাসপাতাল পরিচালনা পরিষদের সভাপতি সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ সময় তিনি বলেন, ‘সকলের সহযোগিতা ও সচেতনতায় সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ দ্রæত সম্ভব হয়েছে। বর্তমান সময়ে সাতক্ষীরা সদর হাসপাতালে স্বাস্থ্য সেবার মান উন্নয়ন হয়েছে। সাধারণ রোগীদের স্বাস্থ্যসেবা নিতে সদর হাসপাতালের প্রতি আগ্রহ বাড়ছে। এখানে সাপে কামড়ানোর ইনজেকশন পাওয়া যায়। সাপে কামড়ালে ওঝার কাছে না গিয়ে সদর হাসপাতালের সেবা নেওয়ার জন্য রোগীদের আহŸান জানান।’ অনুষ্ঠানের শুরুতে জেল হত্যা দিবস উপলক্ষে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে ১ মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় আরও বক্তব্য রাখেন, জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল, জেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ, সাতক্ষীরা সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন, সাবেক এমপি ডা. মোখলেছুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা মেডিকেল কলেজের ডা. গোলাম মোস্তফা, বিএমএ’র জেলা সভাপতি ডা. আজিজুর রহমান, জেলা মহিলা আ’লীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলার জ্যোৎøা আরা, জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক দেবাশিস সরদার, সদর হাসপাতালের প্রধান সহকারী মাসুম বিল্লাহ প্রমুখ। আলোচ্য বিষয়ের মধ্যে ছিল রেজুলেশন পাঠ ও অনুমোদন, সদর হাসপাতালের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি ও উপস্থাপনা, জনবল সম্পর্কিত, সাইকেল গ্যারেজ, আমবাগান এর ইজারা সংক্রান্ত আলোচনা, কমিটি সাপোর্ট কমিটির কার্যক্রম সম্পর্কিত আলোচনা, রোগীদের বসার ব্যবস্থা ও বিশুদ্ধ পানি সরবরাহ সম্পর্কিত আলোচনা, দোকান পাট, অ্যাম্বুলেন্স, দালাল, কোম্পানির প্রতিনিধি ও দর্শণার্থী নিয়ন্ত্রণ সম্পর্কিত আলোচনা, স্বেচ্ছাসেবকদের কার্যক্রম সম্পর্কিত, অভ্যর্থনা কেন্দ্র, বর্জ্য ব্যবস্থাপনা ইউনিট ও লাশ-ঘর স্থাপন সম্পর্কিত, নিরাপত্তা ব্যবস্থা জোরদার, ওয়েটিং টাইম কমানো সম্পর্কিত, সমাজসেবা কার্যক্রম পরিচালনা সম্পর্কিত ও ক্যাম্পাসের ভিতরে আলোক স্বল্পতা বিষয় সম্পর্কিত আলোচনাসহ বিবিধ বিষয়ে আলোচনা করা হয়। জেলা সদর হাসপাতাল স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা শেষে কমিটির সদস্যরা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে ময়লা ফেলার পাত্র সিভিল সার্জনের হাতে তুলে দেওয়া হয়। এ সময় সদর হাসপাতাল স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। প্রোজেক্টরের মাধ্যমে সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সদর হাসপাতালের মেডিকেল অফিসার ভারপ্রাপ্ত ডা. সাইফুল্লাহ আল-কাফী। 8,484,316 total views, 322 views today |
|
|
|