Site icon suprovatsatkhira.com

লাইব্রেরি মানুষ তৈরির কারখানা- ডিআইজি মুহিদ

পাইকগাছা প্রতিনিধি: খুলনা রেঞ্জ পুলিশের ডিআইজি ড. খন্দকার মুহিদ উদ্দিন বিপিএম (বার) বলেছেন, লাইব্রেরি হচ্ছে সমাজের মানুষ তৈরির কারখানা। লাইব্রেরির মাধ্যমে সমাজে তৈরি হয় আলোকিত মানুষ। প্রতিষ্ঠিত হয় মানবাধিকার। তিনি শুক্রবার (০৮ নভেম্বর) সকালে পাইকগাছা উপজেলার মাহমুদকাটিতে ঐতিহ্যবাহী অনির্বাণ লাইব্রেরি আয়োজিত শিক্ষক সম্মাননা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরও বলেন, অনির্বাণ এমন একটি লাইব্রেরি যার দর্শন সারা দেশে ছড়িয়ে পড়েছে। লাইব্রেরির মাধ্যমে একটি গ্রাম কিংবা বৃহৎ একটি এলাকা বদলে দেয়া যায়, অনির্বাণ তার অনন্য উদাহরণ। তিনি অনির্বাণের কার্যক্রম মাহমুদকাটির মধ্যে সীমা না রেখে সারা দেশে ছড়িয়ে দেয়ার আহŸান জানান। ডিআইজি আরও বলেন, দেশে এখনও ভাল মানুষের অস্তিত্ব রয়েছে। যারা আমাদের অনুপ্রেরণা। ছোট ছোট সক্ষমতা কিংবা সমাজের একজন মানুষও অনেক কিছু বদলে দিতে পারে উল্লেখ করে তিনি তরুন প্রজন্মের শিক্ষার্থীদেরকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য লাইব্রেরি মুখো হওয়ার কথা বলেন। যে শিক্ষা দেশ সহ সারা বিশ্ব উপকৃত হয় এমন শিক্ষা গ্রহণের জন্য বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের আহŸান জানান। তিনি পুলিশকে উদ্দেশ্য করে বলেন, প্রভুত্ব নয়, সাধারণ মানুষের জন্য সেবক হয়ে কাজ করুন। পুলিশ মানুষের বেদনার কারণ উল্লেখ করে তিনি সাধারণ মানুষের সাথে অবিশ্বাস ও দূরত্ব কমিয়ে আনার জন্য পুলিশকে নির্দেশ দেন। তিনি সাধারণ মানুষকে উদ্দেশ্যে বলেন, পুলিশ সম্পর্কে পূর্বের ধারণা বদলে ফেলুন। পুলিশকে ভয় করবেন না। যেকোনো প্রয়োজনে পুলিশের সহযোগিতা নিন। পুলিশের সেবার ধরন অনেক বদলে গেছে। আগামীতে পুলিশ হবে জনগণের প্রকৃত বন্ধু। সে দিন হয়তো আর বেশি দূরে নয়। দেশের উন্নয়ন ও অগ্রগতির বিভিন্ন দিক তুলে ধরে তিনি বলেন, বর্তমান সরকার মানুষের মৌলিক চাহিদা নিশ্চিত করেছে। এখন দেশের মানুষের মধ্যে না খেয়ে থাকার কোন চিন্তা নাই। মানুষ এখন বিলাসী জীবন যাপনের জন্য ক্যাসিনোর সাথে জড়িয়ে পড়ছে। তিনি ১৮ বছরের আগে স্কুল পড়–য়া ছেলে-মেয়েদের হাতে স্মার্ট-ফোন না দিতে অভিভাবকদের প্রতি আহŸান জানান। দরজা বন্ধ করে ছেলে-মেয়েরা স্মার্ট-ফোনের মাধ্যমে সাইবার ক্রাইমে যাতে জড়িয়ে না পড়ে এজন্য অভিভাবকদের সতর্ক থাকার পরামর্শ দেন। অনির্বাণ লাইব্রেরির সভাপতি সমীরণ দে’র সভাপতিত্বে অনুষ্ঠানে হরিঢালী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মোহন লাল দত্ত ও সাতক্ষীরা এবং খুলনা অঞ্চলের ৩০জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ও বৃত্তি প্রদান করা হয়। সিনিয়র সাংবাদিক নিখিল ভদ্রের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, লাইব্রেরির প্রতিষ্ঠাতা ও সিলেট রেঞ্জ পুলিশের অতিরিক্ত ডিআইজি জয়দেব কুমার ভদ্র, ভারতের যিশু রাজা, ইংল্যান্ড প্রবাসী মহিউদ্দীন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক হায়াতুজ্জামান মুকুল, ব্রিগেডিয়ার জেনারেল মিজান, পেট্রকম’র ব্যবস্থাপনা পরিচালক পার্থ, এপিএস গ্রæপের পরিচালক হাসিব, মোশাররফ হোসেন বাবু।এ সময় সাবেক উপজেলা চেয়ারম্যান মো. রশীদুজ্জামান, উপজেলা আ’লীগের যুগ্ম-আহŸায়ক আনোয়ার ইকবাল মন্টু, আনন্দ মোহন বিশ্বাস, ইউপি চেয়ারম্যান কওসার আলী জোয়াদ্দার, অধ্যক্ষ হরেকৃষ্ণ দাশ, আব্দুর রহমান, অধ্যাপক অশোক ঘোষ, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মো. আব্দুল আজিজ, দপ্তর সম্পাদক ¯েœহেন্দু বিকাশ, আব্দুর রাজ্জাক রাজু, গণেশ ভট্টাচার্য, কালিদাশ চন্দ্র ও লাইব্রেরির সাধারণ সম্পাদক প্রভাত দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version