Site icon suprovatsatkhira.com

মুন্সিগঞ্জের মৌখালীতে অবৈধ জাল পুড়িয়ে বিনষ্ট

মুন্সীগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ মৌখালীতে নদীর চরে পরিত্যক্ত অবস্থায় বিষ দিয়ে মাছ ধরার অবৈধ জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। রোববার (০৩ নভেম্বর) দুপুর ১টায় বন বিভাগের কদমতলা স্টেশনের কর্মকর্তাদের উপস্থিতিতে এ জাল পোড়ানো হয়। ইতিপূর্বে সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরা নিয়ে সাময়িকভাবে জেলেদের পাস বন্ধ করে দেয় বন বিভাগ। কিন্তু জেলেরা বিভিন্ন প্রতিশ্রæতি দিয়েও পুনরায় পাশ পারমিটের জন্য বিভিন্ন আন্দোলন শুরু করে। যার কারণে পরবর্তীতে জেলেদের বনে প্রবেশের অনুমতি দেয় বন বিভাগ। সুন্দরবনের অধিকাংশ জেলেরা বিষ দিয়ে মাছ মারা বন্ধ দিলেও মুন্সিগঞ্জ মৌখালীতে কিছু সংখ্যক জেলেরা বহাল তবিয়তে বন বিভাগের চোখ এড়িয়ে বিষ ও অবৈধ জাল দিয়ে মাছ ধরে আসছিল। নাম বলতে অনিচ্ছুক কয়েকজন জেলে জানান, মৌখালীতে কয়েকজন জেলে বিষ দিয়ে মাছ ধরার কারণে আমাদের অনেক সমস্যা হচ্ছে। বন বিভাগ আমাদেরকে পাশ দিতে চায়না। এ বিষয়ে বন বিভাগের স্টেশন কর্মকর্তা নুরুল আলম জানান, যারা বিষ দিয়ে মাছ ধরে তাদেরকে কোন প্রকার ছাড় দেয়া হবে না। আমাদের অভিযান অব্যাহত রয়েছে বিষ দিয়ে মাছ ধরা জেলেদের ধরতে পারলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। বিষ প্রয়োগকারীদের চিহ্নিত করে সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। অবৈধ জাল দিয়ে মাছ ধরার খবর পেয়ে সে জাল পুড়িয়ে দেয়া হয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version