নভেম্বর ১৬, ২০১৯
মুজিব বর্ষ পালন ও সাতক্ষীরা কেন্দ্রিয় পাবলিক লাইব্রেরির সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে বইমেলার উদ্বোধন
মো. রাকিবুল ইসলাম : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী স্মরণীয় করে রাখতে ঘোষিত মুজিব বর্ষ পালন ও সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আট দিনব্যাপী বই মেলা শুভ উদ্বোধন ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) সকাল ৯ টায় সাতক্ষীরা জেলা প্রশাসন, সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে, সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির ব্যবস্থাপনায় ও বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সহযোগিতায় জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে বই মেলার উদ্বোধন করেন সাতক্ষীরা সদর ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরিকে আধুনিকায়ণ করতে হবে। উন্নত দেশের মানুষ এখন অনলাইনে বই পড়ে। অতীত ভুলে গেলে চলবে না। ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। ইতিহাস বিকৃতকারীদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। ৩০ লক্ষ শহীদ ও মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে এবং অনেক ত্যাগের বিনিময়ে আমরা এ দেশ পেয়েছি। জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আমাদের সব কিছু আছে। তাই অনিয়ম-দুর্নীতি প্রতিরোধ করে সততা ও স্বচ্ছতার সাথে কাজ করলে দেশ আরো এগিয়ে যাবে। আজকের এই নতুন প্রজন্মকে আগামীর জন্য তৈরি করতে হবে। বাংলাদেশের মধ্যে সাতক্ষীরা একটি অন্যতম জেলা। এ জেলা সর্বক্ষেত্রে এগিয়ে এবং বাংলাদেশের মধ্যে সাতক্ষীরা একটি অহংকার করার মত জেলা।’ বই মেলার উদ্বোধনি অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাবেক উপাচার্য আ.আ.ম.স আরেফিন সিদ্দিক। প্রধান আলোচক বক্তব্যে বলেন, ‘ভালো মানুষ হতে বই পড়ার বিকল্প কিছু নেই। যে বই পড়ে তার মাঝে সংবেদনশীলতা জন্ম নেয়। আর একজন সংবেদনশীল মানুষ কখনও অসৎ হতে পারে না। সে কখনও অন্যায় করতে পারেন না, সংবেদনশীল মানুষ সব সময় মানুষকে ভালোবাসবে। তিনি সৃষ্টির সকল জীবকে ভালোবাসবেন।’ তিনি আরও বলেন, ‘তোমরা যারা এ প্রজন্মের প্রতিনিধি বঙ্গবন্ধুর আদর্শকে অনুসরণ করবে তাহলে দেখবে তোমরা কোন অন্যায় করতে পারবে না এবং সত্যিকারের সু-নাগরিক হিসেবে গড়ে উঠবে। সত্যিকারের সু নাগরিক হতে হলে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করতে হবে। জিপিএ-৫ পেলেই তাকে মেধাবী বলার সুযোগ নেই। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা তারা তাদের সহপাঠীকে নির্মমভাবে পিটিয়ে মেরেছে তারাও কম মেধাবী ছিলও না। মেধা (কোড এবং আন কোড) এখানে মেধাকে মেধা বলা যাবে না। এই মেধা দিয়ে দেশের কোন মঙ্গল হতে পারে না। জিপিএ-৫ বা জিপিএ-৪ দিয়ে মেধার মূল্যায়ন করার সুযোগ নেই। মেধার পাশাপাশি মানবিক মূলবোধ নিজের মধ্যে গড়ে তুলতে হবে।’ ‘যে বাড়িতে পর্যাপ্ত বই নেই সেই বাড়িটিও একটি অন্ধকার বাড়ি। মুজিব বর্ষ ও সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বই মেলার আয়োজন করা হয়েছে তোমরা বই কিনবে। বেশি বেশি কিনবে বেশি বেশি বই পড়বে। বই মেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় অতিরিক্ত সচিব (উন্নয়ন ও পরিকল্পনা) আব্দুল মান্নান ইলিয়াস, যুগ্ম সচিব (সংসদ আইন) মো. শওকত আলী, পুলিশ সুপার পিপিএম বার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পৌর মেয়র মো. তাজকিন আহমেদ চিশতি, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় রেজিস্ট্রার কপি রাইট অফিস জাফর রাজা চৌধুরী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ফয়েজুর রহমান ফারুকী, জাতীয় গ্রন্থ কেন্দ্র পরিচালক মিনার মুনসুর, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি সভাপতি ফরিদ আহমেদ, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি পরিচালক নেসার উদ্দিন আইয়ুব প্রমুখ। আয়োজিত এই মেলায় বাংলা একাডেমী, চলচিত্র ও প্রকাশনা অধিদপ্তরসহ ৩২টি খ্যাতনামা প্রকাশনির ৭০ স্টলে বই বিক্রি করা হবে। প্রতিদিন বিকাল ৩টা থেকে মেলা চলবে রাত ৯টা পর্যন্ত। সন্ধ্যায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও মানুষকে বই পড়া ও বই কেনায় উদ্বুদ্ধ করার জন্য কমপক্ষে ২০০ টাকার বই ক্রয়কারীদের জন্য থাকবে র্যাফেল ড্র এর কুপন। এই র্যাফেল ড্র-তে ভাগ্যবান ১০ জনের জন্য থাকবে ১০টি আকর্ষণীয় পুরস্কার। বই মেলায় ঢাকা থেকে বই নিয়ে আসছে, পুথিনিলয়, পাঞ্জেরি, গ্রন্থ কুঠির, অন্য প্রকাশ, রোদেলা, বিজ্ঞান একাডেমী, কলি প্রকাশনী, ইমামীয়া চিশতিয়া পাবলিসার, অনিন্দ্য প্রকাশ, চিরন্তন প্রকাশ, শব্দ শৈলী, সৃজনী, আদর্শ, নওরোজ কিতাবিস্তান, অয়ন প্রকাশন, দি রয়েল পাবলিশার্স, কথা প্রকাশ, আহমদ পাবলিশিং হাউস, কাকলী প্রকাশনী, প্রথমা প্রকাশন, র্যামন পাবলিশার্স, আলোঘর প্রকাশনা, সাঁকোবাড়ি প্রকাশন, বিশ্বসাহিত্য ভবন, সময় প্রকাশন, ইউনিভারসিটি প্রেস লিমিটেড, অনুপম প্রকাশনীর মত জাতীয় পর্যায়ের নামকরা বিভিন্ন প্রকাশনী। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুল হামিদ, গাজী আবুল কাশেম, সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক তৃপ্তি মোহন মল্লিক, নির্বাহী সদস্য মো. আমিনুল হক। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির অর্থ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল। 8,482,273 total views, 4,442 views today |
|
|
|