Site icon suprovatsatkhira.com

মানুষিকতার পরিবর্তন করলে সাতক্ষীরা জেলা আরো এগিয়ে যাবে-মেডিকেল কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে এমপি রবি

নিজস্ব প্রতিনিধি: মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ সাতক্ষীরা জেলার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ এক্সাম হলে স্বাস্থ্য বিভাগ সাতক্ষীরার আয়োজনে সাতক্ষীরা সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর -০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,‘সাতক্ষীরার মাটি অত্যন্ত উর্বর এবং সম্ভাবনাময়ী জেলা। সাতক্ষীরা জেলাকে উন্নয়নে সামগ্রিক দিক দিয়ে এগিয়ে নিতে আগে আমাদের মানুষিকতার পরিবর্তন করতে হবে। আমাদের মানুষিকতার পরিবর্তন করলে অন্যান্য জেলার থেকে সাতক্ষীরা জেলা আরো এগিয়ে যাবে। সাতক্ষীরা মেডিকেল কলেজ সফলতায় খুবই ভাল অবস্থানে আছে।’ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এম.এম মাহমুদুর রহমান, সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. কাজী হাবিবুর রহমান, খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ, সাতক্ষীরা মেডিকেল কলেজের তত্বাবধায়ক ডা. মো. রফিকুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, জেলা স্বাচিব’র সাধারণ সম্পাদক ডা. মানোয়ার হোসেন, ডা. গোলাম মোস্তফা, ডা. কাজী আরিফ আহমেদ, ডা. রুহুল কুদ্দুস প্রমুখ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল মেহেদী, কৃতি শিক্ষার্থী ত্রয়ীমিত্র, সাবির ইবনে জাহিদ প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানে মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ সাতক্ষীরা জেলার ৪০জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version