নভেম্বর ১৭, ২০১৯
‘বুলবুল’ এ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এ ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার (১৭ নভেম্বর) বিকালে ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদ চত্বরে ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান স.ম শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এ ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, ‘মহান আল্লাহর রহমতে সকল দুর্যোগ মোকাবিলা করে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবিলায় জননেত্রী শেখ হাসিনার নির্দেশ মত প্রশাসনের কর্মকর্তারা আগাম প্রস্তুতি গ্রহণ ও সজাগ থাকার জন্য এবং আপনারা সময় মতো আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়ার কারণে ক্ষতির পরিমাণ তুলনামূলকভাবে কম হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এ ঘর বাড়িতে পানি ঢুকে মানুষ পানি বন্দী হয়ে পড়েছে। সাতক্ষীরার স্থায়ী জলাবদ্ধতা নিরসনে খুব শীঘ্রই বেতনাসহ কয়েকটি নদী খনন করা হবে। প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এ মানুষকে সচেতন ও উদ্ধারে জেলার সকল সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে বড় ধরনের ভূমিকা রেখেছে।’ 8,482,196 total views, 4,365 views today |
|
|
|