নভেম্বর ১৯, ২০১৯
পাটকেলঘাটায় ভ্রাম্যমান আদালত পরিচালনা: ১০ টি অবৈধ যানবাহন আটক
পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: পাটকেলঘাটায় অবৈধ যানবাহন, থ্রি হুইলার গাড়ী, ইজিবাইক, মাহেন্দ্র, চালানো ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ১০ টি অবৈধ যানবাহন আটক করা হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) বেলা ১১ টা থেকে দুপুর ২.৩০ মিনিট পর্যন্ত খুলনা-সাতক্ষীরা মহসড়কে শাকদাহ এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, তালা উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) খন্দকার রবিউল ইসলাম। পাটকেলঘাটা থানার এসআই নিমাই চন্দ্র ও এসআই নুরুউদ্দীন সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনায় সহযোগিতা করেন। এসময় নগরঘাটার কাপাশডাঙ্গা গ্রামের মৃত হাসান আলী বিশ্বাসের পুত্র রবিউল ইসলামের একটি মোটরসাইকেল, আশাশুনি থানার গোনাকরকাটি গ্রামের জব্বার আলীর পুত্র মছেলউদ্দীনের ইজিবাইক, মদনপুর এলাকার বিষ্টুর পুত্র বিপ্লব কান্তির একটি ইজিবাইক, কাটিয়ার সরদারপাড়া গ্রামের আব্দুল মহিতের পুত্র রফিকুল ইসলামের একটি ইজিবাইক, কেশবপুর উপজেলার মহাদেবপুর গ্রামের আইনাল শেখের পুত্র সাদ্দাম হোসেনের একটি নছিমন, কুটিঘাটা এলাকার মোস্তফা গাজীর পুত্র আলমগীর গাজীর একটি ইজিবাইক, মাগুরা গ্রামের আবিদার রহমানের পুত্র ইকবাল হোসেনের একটি মাহেন্দ্র, সাতক্ষীরার উত্তর কাটিয়া গ্রামের মৃত খোদবক্সের পুত্র রফিকুল ইসলাম, মধুমল্লা ডাঙ্গীর ইসমাইল হোসেনের পুত্র আয়ুব আলীর একটি ইজিবাইক ও মোহাম্মদ আলীর পুত্র ইসমাইল হোসেনের একটি ইজিবাইকসহ ১০ টি অবৈধ যানবাহন আটক করে পাটকেলঘাটা থানা হেফাজতে নেয়া হয় । তালা উপজেলা নির্বাহী কমিশনার (ভূমি) খন্দকার রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 8,584,904 total views, 1,590 views today |
|
|
|