নভেম্বর ১১, ২০১৯
পাটকেলঘাটায় ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের কারাদন্ড
পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটায় ভ্রাম্যমাণ আদালতে ৩ জনকে এক মাসের বিনা-শ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। সোমবার (১১ নভেম্বর) বিকেলে দু’টি কম্পিউটার সেন্টারে অভিযান চালিয়ে জাল দলিল, জাল সিল, ও ভুয়া খতিয়ান জব্দ করে তাদেরকে কারাদন্ড দেন তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খন্দকার রবিউল ইসলাম। অভিযান সূত্রে জানা যায়, সোমবার বিকেলে পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ রোডে পলাশ ও শাহীন কম্পিউটার অ্যান্ড ট্রেনিং সেন্টারে অভিযান চালিয়ে এ সকল সরঞ্জাম উদ্ধার করা হয়। তারা দীর্ঘদিন যাবৎ জনগণকে ধোঁকা দিয়ে আসছিল, তারই প্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ রোডে অবস্থিত পলাশ কম্পিউটার অ্যান্ড ট্রেনিং সেন্টার ও শাহীন কম্পিউটার এ অভিযান চালিয়ে মালিক পলাশ (৩৫), সহযোগী মো. সাইফুল্লাহ (২৯) ও মো. আবু শাহিন (২৮)কে ভ্রাম্যমাণ আদালতে প্রত্যেককে ১ মাসের সাজা প্রদান করা হয়। তালা উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত সকলকে এ ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য সতর্ক করেন। 8,585,789 total views, 2,475 views today |
|
|
|