নভেম্বর ২৮, ২০১৯
পাইকগাছায় লস্কর ভূমি অফিসে দিনব্যাপী ভূমি সেবা ক্যাম্পের উদ্বোধন
পাইকগাছা প্রতিনিধি : “ভূমি সেবায় বিশেষ দিন, আপনার ভূমির দাখিলা নিন” “জন বান্ধব ভূমি প্রশাসন, জনগণের পাশে সর্বক্ষণ” এ শ্লোগানে পাইকগাছায় উপজেলা ভূমি প্রশাসন ভূমি সেবায় কর আদায়ে লস্কর ইউনিয়ন ভূমি অফিসে বিশেষ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্প থেকে সর্বশেষ ১০২ টি দাখিলা থেকে প্রায় ৭৫ হাজার টাকা রাজস্ব আদায় হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলিয়া সুকায়না’র তত্ত¡াবধানে ও ভুমি অফিসের আয়োজনে বৃহস্পতিবার সকালে দিনব্যাপী ক্যাম্পের উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাতুল আলম। এসময় দীর্ঘদিনের ভূমি সংক্রান্ত জটিলতার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, টাউট-দালাল ও মধ্যস্বত্বভোগীদের বলয় থেকে দুরে থাকুন, তথ্য জেনে নিজ ভূমি সেবা বুঝে নিন। এ সময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন ভুমি কর্মকর্তা মো: এনামুল হক, উপজেলা ভুমি অফিসের প্রধান সহকারীদের মধ্যে আব্দুল বারী, কার্তিক চন্দ্র হালদার, সার্ভেয়ার সাকিরুল ইসলাম, উপ-সহকারী ভূমি কর্মকর্তা কবি পঞ্চানন মল্লিক সহ ভূমি সেবা প্রত্যাশীরা। এদিকে সহকারী কমিশনার (ভূমি) লস্কর সরকারী প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন, দু’শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ক্ষিতিশ চন্দ্র ঢালী, মোছা: জাহানারা খাতুন, সহকারী প্রধান শিক্ষক ভূধর চন্দ্র মন্ডল, সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সাংবাদিক স্নেহেন্দু বিকাশ সহ শিক্ষক-শিক্ষার্থীরা। 8,587,866 total views, 4,552 views today |
|
|
|