Site icon suprovatsatkhira.com

নেপালে ডাক পেয়েছেন কালিগঞ্জের রেফারি বাবলু

নিজস্ব প্রতিনিধি: সাউথ এশিয়ান গেমস এর ফুটবল টুর্নামেন্ট পরিচালনার জন্য নেপালে ডাক পেয়েছেন ফিফা রেফারি শেখ ইকবাল আলম বাবলু। তিনি কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়নের বাজার গ্রাম এর মরহুম শেখ গোলাম বারী’র মেজ ছেলে। শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় তিনি নেপালের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন বলে জানা গেছে। সাতক্ষীরার এই কৃতি সন্তান এর আগে জাপান, ভারত, চীনসহ বিশ্বের বিভিন্ন স্থানে ফুটবল টুর্নামেন্ট পরিচালনা করেছেন। এছাড়াও দেশে শেখ কামাল ইন্টারন্যাশনাল ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টসহ একাধিক খেলা সুনামের সাথে পরিচালনা করেছেন। শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় শেখ ইকবাল আলম বাবলু মুঠোফোনে সুপ্রভাত প্রতিনিধিকে জানান, সাউথ এশিয়ান গেমস এর ফুটবল টুর্নামেন্ট পরিচালনার জন্য বাংলাদেশ থেকে মাত্র দু’জন দায়িত্ব পেয়েছেন। তার মধ্যে তিনি একজন। এটা তার জীবনের সবচেয়ে বড় ফুটবল টুর্নামেন্ট। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন। শেখ ইকবাল আলম বাবলু কর্মজীবনে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের উজ্জীবনী ইনস্টিটিউট এর প্রধান শিক্ষক হিসেবে কর্মরত। এছাড়া তিনি উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক, কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকসহ একাধিক ধর্মীয়, সামাজিক- সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত। এদিকে রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক শেখ ইকবাল আলম বাবলু সাউথ এশিয়ান গেমস এর ফুটবল টুর্নামেন্ট পরিচালনার জন্য নেপালে ডাক পাওয়ায় তাকে শুভেচ্ছা জানিয়ে বিবৃত দিয়েছেন রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, সহ-সভাপতি আহাদুজ্জামান, সাদেকুর রহমান, যুগ্ম-সম্পাদক এসএম গোলাম ফারুক, সাংগঠনিক সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগ, অর্থ সম্পাদক গাজী মিজানুর রহমান, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক বাবলা আহমেদ, কার্য-নির্বাহী সদস্য অবসরপ্রাপ্ত অধ্যাপক সনৎ কুমার গাইনসহ সকল সদস্যবৃন্দ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version