Site icon suprovatsatkhira.com

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির গুজব প্রতিরোধে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় চাউল, পেয়াজ এবং লবণসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির গুজব প্রতিরোধে করণীয় বিষয়ে ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে বুধবার দুপুরে শহরের সুলতানপুর বড় বাজারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশিষ চেধুরির সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, সদর ভুমি কর্মকর্তা আসাদুজ্জামান, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইয়ারুল হক, সাতক্ষীরা চেম্বার অব কর্মাসের সহ সভাপতি কামরুজ্জামান মুকুল প্রমুখ। এ সময় জেলা প্রশাসন ও ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন। প্রধান অতিথি জেলা প্রশাসক বলেন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সকলে মিলে সব সময় বাজার মনিটরিং করা হচ্ছে। আপনারা গুজবে কান দিবেন না। গুজব সৃষ্টিকারী ও বাস্তবায়ন কারি উভয়কে আইনের আওতায় এনে শাস্তি প্রদান করা হবে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version