Site icon suprovatsatkhira.com

দেবহাটায় অ্যান্টিবায়োটিক ব্যবহারে সচেতনতা সৃষ্টির লক্ষে সভা

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় অ্যান্টিবায়োটিক ব্যবহারের লক্ষে সচেতনতা সপ্তাহের কর্মসূচি অংশ বাস্তবায়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা সিনিয়র মৎস্য অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা সিনিয়র মৎস্য অফিসার বদরুজ্জামানের সভাপতিত্বে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. আব্দুল লতিফের সঞ্চনলায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার শরীফ মোহম্মদ তিতুমীর, সম্প্রসারণ অফিসার শওকত উসমান, সমাজসেবা অফিসার অধির কুমার গাইন, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই, প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার, জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা জুয়েল হোসেন প্রমুখ। এসময় বক্তারা অ্যান্টিবায়োটিক সচেতনতায় বিভিন্ন বিষয় তুলে ধরার পাশাপাশি সাধারণ রোগীরা যাতে ডাক্তারের পরামর্শ ব্যতীত অ্যান্টিবায়োটিক গ্রহণ না করে সে বিষয়ে সচেতন হওয়ার কথা বলেন। কারণ এটি অতিমাত্রায় গ্রহণ করা হলে মানব জীবনের জন্য হুমকি স্বরূপ হতে পারে। তাই সকলকে সচেতন হওয়ার আহŸান জানানো হয়। উল্লেখ্য যে, অ্যান্টিবায়োটিক সপ্তাহ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তার কার্যালয় হতে সপ্তাহ ব্যাপী কর্মসূচির অংশ হিসাবে র‌্যালি আলোচনা সভা সহ বিভিন্ন কর্মকান্ড বাস্তবায়ন করা হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version