Site icon suprovatsatkhira.com

দেবহাটার চিনেডাঙ্গায় সরকারি রাস্তার উপর প্রাচীর নির্মাণের অভিযোগ!

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার চিনেডাঙ্গায় সরকারি রাস্তার উপর প্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে। এঘটনায় বাধা দিতে গেলে বিভিন্ন হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চিনেডাঙ্গা গ্রামের ছফেদ গাজীর পুত্র হাসান কোন কিছুর তোয়াক্কা না করেই বাড়ির সামনের পূর্বের প্রাচীর ছাড়া দেড় ফুট বাড়িয়ে নতুন করে প্রাচীর নির্মাণ করে। আর এতে করে নতুন প্রাচীরটি রাস্তার উপরেই চলে আসে। উক্ত রাস্তাটির বিপরীতে রয়েছে তিন রাস্তার মোড় এবং পাশে সরকারি ভাবে নির্মিত বিশুদ্ধ পানির ফিল্টার। যেখানে প্রতিদিন দুর দুরান্ত থেকে কয়েকশ পরিবার নিতে আসে বিশুদ্ধ খাওয়ার পানি। প্রতিদিন সকাল থেকে রাত্র পর্যন্ত চলে এ পানি নেওয়ার কাজ। কিন্তু উক্ত স্থানে রাস্তার উপরে প্রাচীর নির্মাণ হওয়ায় রাস্তায় চলাচলের সমস্যা দেখা দিতে শুরু করেছে। প্রাচীর নির্মাণে স্থানীয়রা বাধা দিতে গেলে তাদেরকে বিভিন্ন ভাবে হুমকি ধামকি ও গালিগালাজ করছে। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার কয়েকজন জানান, হাসানের পরিবার ছোটখাট বিষয়ে সাধারণ মানুষের সাথে অকথ্য ভাষায় গালি গালাজ করে। যার ফলে তাদের কোন কিছুর বিষয়ে গ্রামের লোকেরা কথা বলতে যায় না। তবে রাস্তার উপর প্রাচীন নির্মাণের বিষয়ে বাধা দিতে গেলে হাসানের পরিবারের লোকেরা গালি গালাজ করতে থাকে। এবিষয়ে হাসানের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমাদের রেকর্ডের জমি রাস্তায় চলে যাওয়ায় আমি প্রাচীর নির্মাণ করছি।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version