Site icon suprovatsatkhira.com

‘তৃণমূলের নেতৃবৃন্দকে ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করার সুযোগ দিন’

আশাশুনি প্রতিনিধি : আসন্ন ৩০ নভেম্বর আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে তৃণমূলের নেতৃবৃন্দকে ভোটের মাধ্যমে তাদের নেতা নির্বাচন করার সুযোগ দেওয়ার আহবান জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী খাজরা ইউপি চেয়ারম্যান শাহ নেওয়াজ ডালিম। তিনি দলীয় ঊর্ধ্বতন নেতৃবৃন্দের কাছে আবেদন করে বলেন- সম্মেলন কে ঘিরে নানারকম প্রচার শুনছি। তৃণমূলের নেতাকর্মীদের মূল্যায়ন করা না হলে মুখে যাই বলেন দল ভঙ্গুর হয়ে যাবে। ভোটের মাধ্যমে গেলে জয় পরাজয়ে কারও কোন দ্বিধা দ্ব›দ্ব থাকবে না বরং নেতা-কর্মীরাও উজ্জীবিত হবে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে আশাশুনি প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ আহŸান জানান। তিনি আরও বলেন আমি ছাত্র রাজনীতি থেকে শুরু করেছি। বর্তমানে দলের সাংগঠনিক সম্পাদকরে দায়িত্ব পালন করছি। ২০০১ এর নির্বাচনের পর যখন আওয়ামী লীগের উপর হামলা, মামলা, লুঠপাট শুরু হয় তখন জীবন বাজি রেখে আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলাম। ২০১৩-১৪ সালে জামায়াত-শিবিরের তাÐবের সময় নেতাকর্মারা যখন ভয়ে এলাকা ছেড়ে পালাচ্ছিল তখনও আমি আমার এলাকার লোকজনকে বুকে আগলে রেখেছি। সর্বশেষ জাতীয় সংসদ ও উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের বিজয় সুনিশ্চিত করতে আমার কি ভূমিকা ছিল সেটা নেতৃবৃন্দ এবং আপনারা জানেন। আমি শতভাগ আশাবাদী আওয়ামী লীগের সম্মেলনে তৃণমূলের নেতৃবৃন্দ আমাকে মূল্যায়িত করবেন। আমি নির্বাচিত হতে পারলে দলের অন্তঃকোন্দল ভেঙে দলকে সুসংগঠিত করে একটি স্থায়ী কার্যালয় নির্মাণ করব। সাংবাদিকরা রাজনীতির প্রাণ। বস্তুনিষ্ঠতার সাথে জাতির সামনে সমস্যা ও সম্ভাবনা গুলো তুলে না ধরলে রাজনীতি পথভ্রষ্ট হয়। তাই নেতৃবৃন্দের সাথে সাংবাদিকদের একটি সেতুঁবন্ধন তৈরি করব। সাথে সাথে আশাশুনি প্রেসক্লাবের একটি স্থায়ী কার্যালয়ের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। মতবিনিময়কালে উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা দীনেশ চন্দ্র মÐল, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি জিএম আল ফারুক, সাবেক সভাপতি জিএম মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক সমীর রায়, সাংগঠনিক সম্পাদক এস কে হাসান, ইউপি সদস্য হোসেন আলীসহ সকল সাংবাদিকবৃন্দ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version