তালা প্রতিনিধি: তালা মুক্তিযোদ্ধা সংসদে সকল মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে এক বর্ধিত ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে মুক্তিযোদ্ধা সংসদ ভবনে প্রাক্তন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মফিজ উদ্দিনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় তালা উপজেলায় নিহত ৩ জন মুক্তিযোদ্ধার কবর পাকা করণের জন্য গণ পূর্ত বিভাগ হতে তালিকা প্রস্তুত করা হয়েছে। এবিষয়ের উপর আলোচনা সাপেক্ষে একটি রেজুলেশন প্রস্তুত করা হয়। রেজুলেশনে উল্লেখ করা হয়েছে, যে ৩ জন মুক্তিযোদ্ধার কবর নির্মাণ করা হবে তারা হলেন, শহীদ আব্দুল আজিজ, শহীদ শুশীল কুমার সরকার ও সৈয়দ আবুল হোসেন বেদার বখত। সভায় যখনই তিনটি নাম প্রকাশ করা হয় তখন তৃতীয় নং ব্যক্তি সৈয়দ আবুল হোসেন বেদার বখত কখনও মুক্তিযোদ্ধা ছিল না বলে প্রতিবাদ করেন উপস্থিত মুক্তিযোদ্ধারা। এসময় সকলের প্রতিবাদের মুখে কিছু সময় সভার কার্যবিবরণী বন্ধ থাকে। তারপর উপস্থিত মুক্তিযোদ্ধাদের জোরালো আবেদনের প্রেক্ষিতে সৈয়দ আবুল হোসেন বেদার বখত এর নাম বাদ দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
এসময় মুক্তিযোদ্ধা তবিবুর রহমান, অমলকান্তি ঘোষ, নাজির মোড়ল, সিরাজুল ইসলাম, আব্দুল গফুর গোলদার, মুনছুর আলী গাজী, আব্দুল লতিফ বিশ্বাস, বাবর আলী, শেখ আয়ুব আলী, শাহাবুদ্দিন শেখ, আব্দুল করিম, ইবাদুল পাড়, আলাউদ্দীন জোয়াদ্দার, আব্দুস সোবহান, শেখ আ: রাজ্জাক, মোল্যা নজরুল ইসলাম, এরফান আলী সরদার, মো: শাহজাহান আলম, আবুল খায়ের গাজী, আ: মজিদ গাজী, শেখ আনছার আলী, আ: ছাত্তার গাজী, মোহাম্মদ আলী, বাবর আলী ও আব্দুল জলিল গাজীসহ আরও অনেক মুক্তিযোদ্ধাবৃন্দ উপস্থিত ছিলেন।
তালা মুক্তিযোদ্ধা সংসদে বর্ধিত ও প্রতিবাদ সভা
https://www.facebook.com/dailysuprovatsatkhira/