নভেম্বর ২, ২০১৯
তালায় জাতীয় সমবায় দিবস পালিত
তালা প্রতিনিধি: ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ স্লোগানকে সামনে রেখে তালায় ৪৮তম জাতীয় সমবায় দিবস-১৯ পালিত হয়েছে। শনিবার (০২ নভেম্বর) সকালে তালা উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে দিবসটির একাধিক কর্মসূচী পালন করা হয়। তালা উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায়ী পতাকা উত্তোলন শেষে একটি বর্ণাঢ্য র্যালি তালা উপশহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে তালা শিল্পকলা একাডেমি সভা কক্ষে এক আলোচনা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, তালা মহিলা কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রহমান, তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান ও মুরশিদা পারভীন পাপড়ি। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমবায় অফিসার মো. রফিকুল ইসলাম। সমবায় অফিসের সহকারী পরিদর্শক অজয় ঘোষ বাবলু’র পরিচালনায় এ সময় অন্যান্যের মধ্যে সাতক্ষীরা জেলা আ’লীগের উপ-প্রচার সম্পাদক ও তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু, বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দীন, অমল কান্তি ঘোষ, সফল সমবায়ী ইন্দ্রজিৎ দাশ বাপ্পী, সমীর দাশ, দিবস ঘোষ, শামসুর রহমান, সৈয়দ সোহেল রানা, গোলাম রাব্বানী, আলমগীর হোসেন ও উপজেলা পরিষদ কমপ্লেক্স জামে মসজিদের পেশ ইমাম মাও. তাওহিদুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। সভা শেষে ১০টি ক্যাটাগরিতে সফর ১০জন সমবায়ীকে বিশেষ সম্মাননা পুরস্কার প্রদান করা হয়। 8,633,604 total views, 13,154 views today |
|
|
|