নভেম্বর ৪, ২০১৯
তালায় এনএটিপি-২ প্রকল্পের মাঠ দিবস পালিত
তালা প্রতিনিধি: তালা উপজেলায় ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ এর আওতায় ট্রাইকো কম্পোস্ট প্রযুক্তির মাঠ দিবস পালিত হয়েছে। সোমবার (০৪ নভেম্বর) বিকেলে সদর ইউনিয়নের শিবপুর গ্রামে মাঠ দিবসের কর্মসূচি পালিত হয়। জৈব পদার্থের পরিমাণ বৃদ্ধির মাধ্যমে মাটির গুনগত মান বৃদ্ধি এবং জৈব বালাই নাশক হিসেবে যথাক্রমে ট্রাক কম্পোস্ট ও ট্রাইকো লিচেট ব্যবহারের উদ্দেশ্যে স্থানীয় সিআইজি কৃষক মো. রফিকুল ইসলাম উপজেলা কৃষি দপ্তরের মাধ্যমে এই প্রদর্শনী স্থাপন করেছেন বলে জানা যায়। মাঠ-দিবসে শতাধিক আগ্রহী কৃষাণ-কৃষাণী’র উপস্থিতিতে প্রধান অতিথির বক্তব্যে তালা উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শুভ্রাংশু শেখর দাশ বলেন, শস্য নিবিড়তা বৃদ্ধি এবং প্রয়োজনীয় ব্যবস্থাপনার অভাবে চাষের মাটিতে জৈব পদার্থের অংশ আদর্শ-মানের নীচে নেমে গেছে। এছাড়া জলবায়ু পরিবর্তনের প্রভাবে নিত্য নতুন রোগ-বালাই আধিক্য বিস্তার করছে যা আগামীতে কাক্সিক্ষত ফলন লাভে বাধা সৃষ্টি করতে পারে। এ পরিস্থিতিতে দ্রæত বর্ধনশীল উপকারী ছত্রাক ট্রাইকোডার্মা থেকে উৎপাদিত ট্রাইকো-কম্পোস্ট এবং বাই-প্রোডাক্ট হিসেবে নির্গত ট্রাইকো-লিচেট তরল হয়ে উঠতে পারে সমস্যা সমাধানের গ্রহনযোগ্য পদ্ধতি। আগ্রহী কৃষকদের প্রশ্নের উত্তরে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আরও জানান, গোবর, মুরগির বিষ্ঠা, সবজির উচ্ছিষ্ট, কচুরিপানা, কাঠ ও ভুট্টার গুঁড়ো, নিম পাতা এবং চিটাগুড় নির্দেশিত পরিমাণে ট্রাইকোডার্মা অনু-বীজের সাথে মিশিয়ে চৌবাচ্চা বা রিং পদ্ধতিতে ৪০ থেকে ৪৫ দিনেই সুষম এ জৈব সার প্রস্তুত করা যায়। জমি তৈরির শেষ চাষের সময় হেক্টর প্রতি ২.৭ থেকে ৩.০ টন ট্রাইকো কম্পোস্ট ব্যবহার এবং রোগ প্রতিরোধক হিসেবে চারার বৃদ্ধি ও ফসলের বাড়ন্ত পর্যায়ে ট্রাইকো লিচেটের প্রয়োগ বিশেষত সবজি ফসলে নিয়ে আসতে পারে কাক্সিক্ষত ফলন। তালা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান শেখ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে মাঠ দিবসে আরও বক্তব্য রাখেন, উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শেখ আবুজাফর ও সংশ্লিষ্ট বøকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা আসমতারা সেতু প্রমুখ। 8,633,260 total views, 12,810 views today |
|
|
|