নভেম্বর ৭, ২০১৯
তালার ইউএনও’র উপর হামলার ঘটনায় থানায় মামলা
ডেস্ক রিপোর্ট: তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইকবাল হোসেনের উপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৭০-৮০ জনকে আসামি করা হয়েছে। বুধবার (০৬ নভেম্বর) রাতে ইউএনও’র গাড়ি চালক রোকনুজ্জামান বাদী হয়ে তালা থানায় এ মামলাটি দায়ের করেন। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জানান, তালা উপজেলা নির্বাহী অফিসারসহ সরকারি কাজে নিয়োজিত কয়েকজনের উপর হামলার ঘটনায় রাতে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৭০-৮০ জনের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসারের গাড়ি চালক রোকনুজ্জামান বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। তিনি আরও বলেন, এ মামলায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। তবে, আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। উল্লেখ্য, গত সোমবার (০৪ নভেম্বর) দুপুরে তালা উপজেলার মাগুরা ইউনিয়নের মাদরা এলাকায় সরকারি খালের নেট-পাটা অপসারণকালে হামলার স্বীকার হন উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হোসেন। নেট-পাটা অপসারণকালে খালটি নিজেদের বলে দাবি করেন স্থানীয়রা। পরবর্তীতে গ্রামবাসী একত্রে মিলে ইউএনও’র সরকারি কাজে বাঁধা দানসহ সরকারি কাজে নিয়োজিত থাকা ইউএনও’র সঙ্গীদের উপর হামলা করেন তারা। 8,632,432 total views, 11,982 views today |
|
|
|