নভেম্বর ২৯, ২০১৯
তদন্ত রিপোর্ট জমা না হলেও উদ্বোধন হয়েছে তালার জেঠুয়ার ইট ভাটা
সৌমেন মজুমদার, তালা প্রতিনিধি: তালার জেঠুয়ায় কৃষি জমিতেই গড়ে উঠেছে ইট ভাটা। পাশাপাশি প্রায় অর্ধ কি:মি: দূরে গড়ে ওঠা মুন’র পরে এবার চলতি মৌসুমে জনবহুল এলাকার কৃষি জমিতে নতুন করে একই এলাকায় গড়ে উঠল বিসমিল্লাহ ব্রিক্স নামে আরেকটি ইট ভাটা। এতে করে জনবহুল এলাকার সাধারণ মানুষের পাশাপাশি প্রাচীনতম গ্রাম্য জেঠুয়া হাট-বাজার, জালালপুর ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স, জগরণী মাধ্যমিক বিদ্যালয়, এতিম খানা, জেঠুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, জনবহুল ঘোষ পাড়া, কপোতাক্ষের কোল ঘেঁষে রয়েছে জনবহুল মালোপাড়ার অবস্থান। এলাকাবাসী জানায়, শুরু থেকেই ভাটা মালিকরা জলাবদ্ধতা নিরসনে প্রায় ৩ শ’কোটি টাকা ব্যয়ে খননকৃত কপোতাক্ষের বন্যা নিয়ন্ত্রণ বাঁধের মাটি কর্তন, নদী তীরের মাটি কর্তন থেকে শুরু করে কৃষকদের প্রলুব্ধ করে কৃষি জমির মাটি কেটে ভাটা পরিচালনা করে আসছে। এতে একদিকে যেমন অবাধ মাটি কর্তনে এলাকা বিরাণ ভূমিতে রুপ নিচ্ছে অন্যদিকে এর বিষাক্ত ধোঁয়ায় এলাকার সামগ্রিক পরিবেশ বিপর্যয়ের দিকে এগিয়ে যাচ্ছে। ইতোমধ্যে এর কু-ফলও ভোগ করছেন এলাকা বাসী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, ‘আমরা দেশের উন্নয়নের জন্য শিল্পায়নে যাব তবে কৃষিকে বাদ দিয়ে নয়। কেননা, দেশের উন্নয়ন এখনও অনেকাংশে কৃষির ওপর নির্ভরশীল। তিন ফসলি জমিতে তো ইন্ডাস্ট্রি করতেই পারবে না। আর যদি এক ফসলি জমি, যেখানে চাষাবাদ হয় না, সেখানে হবে। তবে, যত্রতত্র করতে পারবে না। ’কৃষি জমি বাঁচাতে হবে। কারণ, ১৬ কোটির ওপর মানুষের মুখের খাবারের জোগান আসে কৃষি থেকেই। প্রধানমন্ত্রীর আহŸানকে উপেক্ষা করে কৃষি জমি নষ্ট করে সাতক্ষীরার তালায় স্থাপন করা হয়েছে ইট ভাটাগুলি। 8,631,705 total views, 11,255 views today |
|
|
|