Site icon suprovatsatkhira.com

জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা: বহেরা হাইস্কুলের প্রধান শিক্ষক নিয়োগে তিনবার পরীক্ষা বাতিল

কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটা উপজেলার বহেরা এটি মাধ্যমিক বিদ্যালয়ে শূন্য পদে সভাপতির মনোনীত প্রার্থীকে নিয়োগ দিতে না পেরে পরপর তিন বার পরীক্ষা স্থগিত করা হয়েছে। উল্লেখ যে দেবহাটা উপজেলার এ বৃহত্তম স্কুলে ১হাজারের উর্দ্ধেও ছাত্র/ছাত্রী লেখাপড়া করছে এবং এবার এস.এস.সি পরীক্ষার্থী ১৩৯জন। শিক্ষার মান উন্নয়নে এ স্কুলে একজন দক্ষ যোগ্যতা সম্পূর্ণ প্রধান শিক্ষক প্রয়োজন। এলাকা বাসী ও অভিভাবক সদস্য সূত্রে জানা যায় বহেরা এটি মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদ শূন্য হওয়ায় ৫ এপ্রিল১৯ প্রথমবার নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় সভাপতির মনোনীত প্রার্থীকে বেশি নম্বর দিয়ে প্রথম করানো অপচেষ্টা করা হয়। পরবর্তীতে ম্যানিজিং কমিটির দাবির প্রেক্ষিতে খাতা পুন: মূল্যায়ন এর মাধ্যমে অন্য প্রার্থী প্রথম হওয়ায় সভাপতি পরীক্ষা বাতিল ঘোষণা করে। পুনরায় দ্বিতীয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পরীক্ষার দিন তারিখ নির্ধারিত হওয়ার পর এলাকা বাসী নিরপেক্ষ পরীক্ষার স্বার্থে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করে। এ সময় দেবহাটা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ভারতে প্রশিক্ষণে থাকার কারণে জেলা প্রশাসক পরীক্ষা সাময়িক স্থগিত করার জন্য সভাপতিকে জানায়, কিন্তু সভাপতির প্রার্থীর চেয়ে যোগ্য প্রার্থী থাকায় এই স্থগিতের সুযোগ কাজে লাগিয়ে পরীক্ষা বাতিল ঘোষণা করে। পুনরায় তৃতীয়বার নিয়োগ পরীক্ষার দরখাস্ত আহŸান করা হয়। উক্ত নিয়োগ পরীক্ষা ২২ নভেম্বর১৯ বেলা ২.৩০ মিনিটে দেবহাটা উপজেলা পরিষদ মিলনায়তনে হওয়ার কথা ছিল। তৃতীয়বার যেন পাতানো প্রশ্নে পরীক্ষা না হয় সেজন্য একজন সদস্য স্বচ্ছ ও নিরপেক্ষ পরীক্ষা নেওয়ার জন্য কিছু প্রস্তাবনা নিয়ে আসেন। তার পরিপ্রেক্ষিতে সৃষ্ট জটিলতায় সভাপতি উক্ত পরীক্ষা স্থগিত করেন। নিরপেক্ষ ও স্বচ্ছ পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীকে নিয়োগ দেয়ার জন্য ম্যানেজিং কমিটির সদস্যগণ ও এলাকা বাসী জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version