Site icon suprovatsatkhira.com

জঙ্গীবাদের সাথে জড়িতরা প্রকৃত জ্ঞান অর্জন করে সঠিক পথে ফিরে আসুন : বিচারক জগন্নাথ পাড়েঁ ও সোহেল আহম্মেদ’র স্মরণ সভায় শরিফুল ইসলাম

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো: শরিফুল ইসলাম বলেন, বোমা মেরে বিচারক হত্যা বিচার বিভাগের উপর আঘাত ছাড়া আর কিছু নয়। আপনারা যারা জঙ্গীবাদের সাথে জড়িত, তারা প্রকৃত জ্ঞান অর্জন করে সঠিক পথে ফিরে আসুন। মানুষ হত্যা করা কোন ধর্মই সমর্থন করে না। আমরা আসা করব- আপনারা সঠিক পথে ফিরে আসবেন। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪ টায় বিচার বিভাগীয় কর্মকর্তাবৃন্দ, সাতক্ষীরার আয়োজনে জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে সাবেক সিনিয়র সহকারী জজ জগন্নাথ পাড়েঁ ও সোহেল আহম্মেদ এর ১৪ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত “স্মরণ সভায়” সভপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তফা পাভেল রায়হান ও অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: হুমায়ন কবির। এছাড়া উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. তোজাম্মেল হোসেন তোজাম, জিপি অ্যাড. শম্ভু কুমার সিংহ, পিপি অ্যাড. আব্দুল লতিফ, সাংবাদিক অ্যাড. খায়রুল বদিউজ্জামান সহ সাতক্ষীরার জজশীপ ও ম্যাজিস্ট্রেসীর বিচারকবৃন্দ। উল্লেখ্য, ২০০৫ সালের ১৪ নভেম্বর জঙ্গী হামলায় নিহত হন বিচারক জগন্নাথ পাড়েঁ ও সোহেল আহম্মেদ। স্মরণ সভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, জজ কোর্টের অফিস সহকারী আব্দুল মান্নান এবং প্রার্থনা করেন, সাঁটলিপিকার হারাধন কুমার রায় চৌধুরী। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, যুগ্ম জেলা ও দায়রা জজ ফারুক ইকবাল।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version