এম ওসমান বেনাপোল থেকে: সারাদেশে পরিবহণ ধর্মঘটের অংশ হিসেবে কেন্দ্র থেকে অঘোষিত কর্মসূচির আওতায় বেনাপোলে পরিবহণ ধর্মঘট অব্যাহত আছে। ভাব পড়েছে বেনাপোল স্থলবন্দরে ভারত থেকে আসা বা বাংলাদেশ থেকে যাওয়া পণ্য আমদানি-রপ্তানির উপর। পণ্য খালাসে ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে পণ্য খালাসিদের। চরম বিপাকে পড়েছে ভারত থেকে ফেরত আসা হাজার হাজার পাসপোর্ট যাত্রীরা। যশোর জেলার সমস্ত রুটের ন্যায় এরুটেও ধর্মঘট চলছে। এ ধর্মঘটের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন জেলা থেকে ভারতে যাওয়া এবং ভারত থেকে আগত অসংখ্য পাসপোর্ট যাত্রী ও বিভিন্ন পণ্য সামগ্রী। জানা যায়, কেন্দ্রীয় কর্মসূচির আওতায় মঙ্গলবার সকাল থেকে বেনাপোলে সকল পরিবহণ চালক-শ্রমিকরা সড়ক পরিবহণের নতুন আইন সংশোধনের দাবিতে এ ধর্মঘট ডেকেছে। ধর্মঘটের কারণে বাড়তি ভাড়া আর হয়রানির শিকার হয়ে অসংখ্য মানুষকে বেনাপোল থেকে দেশের বিভিন্ন অঞ্চলে যেতে হচ্ছে বিকল্প পন্থায়। ব্যাটারি চালিত অটোরিকশা কিংবা মাহেন্দ্র, ট্যাম্পুতে গুনতে হচ্ছে অধিক ভাড়া। সাধারণ যাত্রীরা এ অঘোষিত ধর্মঘটের দ্রæত অবসান চাইছেন। বেনাপোল স্থলবন্দরের আমদানিকারক আয়ুব হোসেন জানান, ধর্মঘটের কারণে তারা পণ্য পাঠাতে পারছেন না। গতকাল পর্যন্ত পচনশীল পণ্য পাঠাতে তাদের দ্বিগুণ খরচ হয়েছে। আজ থেকে পণ্য পাঠাতে শঙ্কায় রয়েছেন তারা। বেনাপোল সীমান্ত ট্রাক ও বাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান সুমন জানান, কেন্দ্রীয় শ্রমিক ফেডারেশন ট্রাক ধর্মঘটের বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত নেয়নি। তবে নতুন সড়ক পরিবহণ আইনের ভয়ে অনেকে ট্রাক চালাচ্ছে না। তবে খুব তাড়াতাড়ি এ সমস্যার সমাধান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
চরম বিপাকে পড়েছে ভারত ফেরত পাসপোর্ট যাত্রীরা পরিবহণ ধর্মঘটে বেনাপোল স্থলবন্দরে বাস চলাচল বন্ধ
https://www.facebook.com/dailysuprovatsatkhira/