নভেম্বর ৮, ২০১৯
ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবেলায় পাইকগাছা উপজেলা প্রশাসনের ব্যাপক প্রস্তুতি গ্রহণ
পাইকগাছা প্রতিনিধি: ঘূর্ণিঝড় বুলবুল মোকাবেলায় পাইকগাছা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। খোলা রাখা হয়েছে আশ্রয়ণ কেন্দ্র। প্রস্তুত রাখা হয়েছে স্কাউট, গার্লস গাইড সহ স্বেচ্ছাসেবক বাহিনীর সদস্যদের। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বাতিল করা হয়েছে সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি। শুক্রবার (০৮ নভেম্বর) সকালে ইউএনও জুলিয়া সুকায়নার কার্যালয়ে এক জরুরী সভায় দুর্যোগ মোকাবেলায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় ঝুঁকিপূর্ণ বেড়ি বাঁধ ও আশ্রয়ণ কেন্দ্রের যাতায়াতের রাস্তা দ্রæত সংস্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সবাইকে প্রস্তুত থাকার জন্য এলাকার মসজিদে মসজিদে মাইকিং করা হয়েছে। মজুদ রাখা হয়েছে শুকনো খাবার। এছাড়া যেকোনো প্রয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের সরকারি নম্বরে যোগাযোগ করতে বলা হয়। ইউএনও জুলিয়া সুকায়নার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, ইউপি চেয়ারম্যান কে,এম, আরিফুজ্জামান তুহিন, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, ইউপি সদস্য জগন্নাথ দেবনাথ সহ জনপ্রতিনিধি, সরকারি বিভিন্ন দপ্তর ও সংস্থার কর্মকর্তাবৃন্দ। এদিকে, ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে বৃহস্পতিবার গভীর রাত থেকে এলাকায় বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। রাতে হাল বৃষ্টি হলেও শুক্রবার দিনভর মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়। বৈরী আবহাওয়া ও বৃষ্টিপাতের কারণে জীবন যাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয়। 8,589,162 total views, 5,848 views today |
|
|
|