Site icon suprovatsatkhira.com

ঘূর্ণিঝড় “বুলবুল” প্রতিরোধে, সতর্ক ও সচেতনতা বাড়ানোর নির্দেশ

মীর খায়রুল আলম, নিজস্ব প্রতিনিধি: ক্রমশ বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় বুলবুল। আর এই প্রাকৃতিক দূর্যোগ পূর্ববর্তী সর্তকতা ও সচেতনার লক্ষ্যে (৮নভেম্বর) শুক্রবার দুপুর ৩টায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তরা বলেন, প্রাকৃতিক দূর্যোগ ঠেকানো না গেলেও সতর্ক থেকে ক্ষয়ক্ষতি কমানো সম্ভব। সে জন্য দরকার সচেতনা ও সর্তকতা। সর্বস্থরের মানুষের সচেতনতা বৃদ্ধি করে দূর্যোগ প্রতিরোধ ব্যবস্থা গ্রহন করতে হবে। আবহাওয়ার পূর্বাভাস শুনে নারী, শিশু, প্রতিবন্ধীদের প্রথমে আশ্রয় কেন্দ্রে পাঠাতে হবে। পরে ধীরে ধীরে সকলকে নিরাপদ স্থানে অবস্থান করতে হবে। দূর্যোগ কালীন সময় খোলা আকাশের নিচে, গাছের তলায় আশ্রয় না নেওয়ার জন্য বলা হয়। তাছাড়া যে স্থানে ঝড়ের প্রভাব পড়বে সাথে সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আবহিত করতে হবে। ঘড়ের কারনে নদীর পানি বৃদ্ধি পেয়ে কোথাও প্লাবিত হওয়ার আশংঙ্কা দেখা দিলে সাথে সাথে অবহিত করে তার প্রতিরোধ করতে হবে। সকল ইউনিয়ন পরিষদ হতে নিজ নিজ উদ্যোগে মানুষকে সচেতন করতে মাইকিং করার নির্দেশ প্রদান করা হয়। এছাড়া উপজেলায় কন্ট্রোল রুম খোলা, ১৫টি সাইক্লোন সেল্টার, দূর্যোগ সহনশীল বিদ্যালয়, উদ্ধার টিম, মেডিকেল টিম, ট্যাগ অফিসার প্রস্তুত সহ প্রয়োজনীয় বিষয়ে আলোচনার পাশাপাশি সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রস্তুতি সভায় উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল গণি। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার ও দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব শফিউল বশারের পরিচালনায় উপস্থিত থেকে মতামত প্রকাশ করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, দেবহাটা থানার সেকেন্ড অফিসার নয়ন চৌধুরী, কুলিয়া ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছাদুল ইসলাম, পারুলিয়া ইউপির প্যানেল চেয়ারম্যান সালাউদ্দীন সরাফি, সখিপুরের ইউপি সদস্য আবুল হোসেন, সহকারী শিক্ষা অফিসার মুনির আহমেদ, রিসোর্স সেন্টারের পরিদর্শক লোকমান কবির, প্রধান শিক্ষক অনুপ কুমার, মৎস্য দপ্তরের প্রতিনিধি আব্দুল হামিদ প্রমুখ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version