নভেম্বর ১৬, ২০১৯
খুলনায় নবযাত্রা প্রকল্পের যুব-প্রবৃত্তি কর্মশালা অনুষ্ঠিত
মো: আশিকুর রহমান: খুলনায় নবযাত্রা প্রকল্পের যুব-প্রবৃত্তি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। খুলনার রুপসায় সিএসএস আভা সেন্টারে শুক্রবার (১৫ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত যুব প্রবৃত্তি কর্মশালাটি অনুষ্ঠিত হয়। ইউএসএআইডি’র খাদ্য নিরাপত্তা উন্নয়ন কার্যক্রম নবযাত্রা প্রকল্পের আয়োজনে ওয়ার্ল্ড ভিশন ও ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের বিদেশি প্রতিনিধি দল ও উচ্চ পর্যায়ের কর্মকর্তা ও খুলনা বিভাগের ৪ উপজেলা (শ্যামনগর, দাকোপ, কয়রা ও কালিগঞ্জ) থেকে আগত যুব উন্নয়ন কর্তকতা, যুব সাংবাদিক, যুব ও যুব মহিলাদের নিয়ে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। কর্মশালায় উপজেলার বেকার যুবকদের কর্মসংস্থান ও আত্ম-কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ও নবযাত্রার বিভিন্ন কর্মসূচির অগ্রগতি, তাদের কাজের সমস্যা সমাধান ও ম্যাপিং বিষয়, বিভিন্ন মেয়াদে প্রশিক্ষণ প্রাপ্ত যুবক ও যুবতীদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনাসহ কর্মশালায় অংশগ্রহণকারীরা গ্রæপে বিভক্ত হয়ে বিভিন্ন সমস্যা তুলে ধরার পাশাপাশি সম্ভাব্য সমাধানের বিষয় তুলে ধরেন। এছাড়া কর্মশালায় প্রতিনিধি দল ও নবযাত্রার উচ্চ পর্যায়ের কর্মকর্তারা ইয়ুথ ক্লাব ও নবযাত্রার সমাজ উন্নয়নে বাস্তবায়িত বিভিন্ন কার্যক্রম এবং সামাজিক বিভিন্ন কুসংস্কার, বাল্য বিবাহ, ইভটিজিং জীবনদক্ষতা উন্নয়নে যুবকদের করণীয় ও সম্পৃক্ততা বিষয়ক আলোচনা করা হয়। কর্মশালায় যুব ভলান্টিয়ার ও স্বেচ্ছাসেবকদের বিভিন্ন কার্যক্রমের অভিজ্ঞতা এবং তাদের বার্ষিক কর্মপরিকল্পনা সম্পর্কে খোঁজ খবর ও তাদের ভবিষ্যৎ পরিকল্পনা এবং ভবিষ্যতে তারা কীভাবে তাদের কার্যক্রম উন্নয়ন ঘটাতে পারবে সেই সম্পর্কে বিভিন্ন বিষয় মুক্ত আলোচনা করা হয়। এসময় আমেরিকা থেকে আগত ওয়ার্ল্ড ভিশনের ইয়ুথ ও ওয়ার্কফোর্স ডেভালপমেন্ট’র প্রোগ্রাম অফিসার ক্রিস্টিনা মরজান, গেøাবাল এডুকেশন, এমপ্লয়মেন্ট ও এনগেজমেন্ট’র প্রোজেক্ট ম্যানেজার ক্রিস্টিনা বøুমেল (পিএইচডি), নবযাত্রার চীফ অব পার্টি রাকেশ কন্ট্রোল, ডেপুটি চিফ অপ পার্টি অ্যালেক্স বেঞ্চুন্ডা, নবযাত্রা টেকনিকাল প্রোগ্রাম ডিরেক্টর নুরুল আলম রাজু, ইয়ুথ ডিভেলপমেন্ট কো-অর্ডিনেটর আশিক বিল্যাহ, সুশীলন নবযাত্রা প্রকল্পের ডকুমেন্টেশন ও ইন্টারনাল কমিউনিকেশন কো-অর্ডিনেটর জাহানারাসহ উপ পরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর, দাকোপ ও কয়রা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এবং ৪ উপজেলা থেকে যুব সাংবাদিক, যুব ও যুব মহিলা স্বেচ্ছাসেবক উপস্থিত ছিলেন। 8,564,482 total views, 3,187 views today |
|
|
|