নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে যথাযথ মর্যাদায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ নভেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী কর্মকর্তার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মোজাম্মেল হক রাসেল’র সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী, ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ তৈয়েবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা রুহুল আমিন, সিনিয়র মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন আক্তার, মাধ্যমিক শিক্ষা অফিসার অবুল কালাম আজাদ, প্রাথমিক শিক্ষা অফিসার শামছুন্নাহার, সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাষ্টার নরীম আলী, সাধারণ সম্পাদক ও তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, কুশুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ এবাদুল ইসলাম, দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান প্রশান্ত কুমার সরকার, ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান গাজী শওকত হোসেন, চাম্পাফুল ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন, রতনপুর ইউপি চেয়ারম্যান আশরাফুল হোসেন খোকন, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান গাইন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম, সাহিত্যিক গাজী আজিজুর রহমান, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, সাংগঠনিক সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগ, কুশুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কাজী কাওফিল অরা সজল, বিশিষ্ট আইনজীবি অ্যাডভোকেট জাফরুল্লাহ ইব্রাহিমসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা/ কর্মচারী।
এর আগে একই স্থানে এন,জি, ও মাসিক সমন্বয় সভা, উপজেলা কৃষি ঋণ কমিটির সভা, উপজেলা চোরাচালান প্রতিরোধ কমিটির সভা, আইন শৃঙ্খলা কমিটির সভা ও উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
কালিগঞ্জে যথাযথ মর্যাদায় বিজয় দিবস পালনের লক্ষ্যে- উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা
https://www.facebook.com/dailysuprovatsatkhira/