Site icon suprovatsatkhira.com

কালিগঞ্জে যথাযথ মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) পালিত

শের আলী, মথুরেশপুর (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীযের মধ্যে দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) পালিত হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে বিশ্ব নবী হযরত মোহাম্মদ (সাঃ) এর শুভ আগমন উপলক্ষে উপজেলা পরিষদ মাঠে পবিত্র জশনে জুলুসে ঈদ-ই-মিলাদুন্নবী ও আজিমুশশ্বান ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াত কালিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে প্রথমে পবিত্র জশনে জুলুসে ঈদ-ই-মিলাদুন্নবী সাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (র‌্যালি) রেব হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরবর্তীতে উপজেলা মাঠ প্রাঙ্গনে বিশাল আজিমুশশ্বান ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। সেখানে উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াত কালিগঞ্জ শাখার আহŸায়ক নুরুল ইসলাম বিশ্বাসের সভাপতিত্বে টেলি কনফারেন্স’র মাধ্যমে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাঈদ মেহেদী।

মাওলানা আব্দুর রহমানের সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ মোজাম্মেল হক রাসেল, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দেলোয়ার হুসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান (পুরুষ) শেখ নাজমুল ইসলাম, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান গাইন, নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ফিরোজ কবির কাজলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আজিমুশশ্বান ওয়াজ মাহফিলে ধর্মীয় আলোচনা করেন হাফেজ মাওলানা মুফতি আব্দুস সাত্তার, মাওলানা কামরুল ইসলামসহ স্থানীয় ওলামায়ে কেরামগন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নলতা শরীফ শাহী জামে মসজিদের পেশ ঈমাম মাওলানা আশরাফুল ইসলাম আজিজী। এসময় হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমানগণ ওয়াজ মাহফিলে উপস্থিত ছিলেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version