Site icon suprovatsatkhira.com

কালিগঞ্জে বেশি দামে লবণ বিক্রি করলে ভ্রাম্যমাণ আদালতে সাজা: ইউএনও রাসেল

নিজস্ব প্রতিনিধি: পেঁয়াজের দাম বৃদ্ধির ধকল কাটতে না কাটতেই কালিগঞ্জে লবণের সংকট সৃষ্টির চেষ্টায় লিপ্ত হয়েছে একটি মহল। যার কারণে একদিনেই মধ্যে লবণের বাড়িয়েছে কেজি প্রতি ৫০/ ৬০ টাকারও বেশি। তবে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক রাসেল’র তড়িৎ পদক্ষেপের কারণে বর্তমানে লবণের দাম স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে।

তিনি মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেল থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার নাজিমগঞ্জ, ধলবাড়িয়া চৌমুহনি, রতনপুর, মৌতলা বাজার, পিরোজপুর, রায়পুর, জিরণগাছা, বিষ্ণুপুর চৌমুহনি, কুশুলিয়া পুলিমবাবুট বাজার, রতনপুর বাজার, বিষ্ণুপুর বাজারসহ উপজেলার প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ বাজারে উপস্থিত থেকে গুজবের বিরুদ্ধে গণসচেতনামূলক প্রচার করেন।

এসময় তিনি বলেন, বাংলাদেশ সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য একটি মহল গুজব ছড়াচ্ছে। আপনারা গুজবে কান দিবেন না। বাংলাদেশে লবণের ঘাটতি নেই। আপনারা কেউ বেশি দামে লবণ কিনবেন না।
কেউ যদি গুজবের ছড়ায় কিংবা যদি কোন ব্যবসা প্রতিষ্ঠানের মালিক লবণ বেশি দামে বিক্রি করে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদান করা হবে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার নাসির উদ্দিন, থানার উপ-পরিদর্শক গোবিন্দ আকর্ষন, ফকির জুয়েল রানা, রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগ প্রমুখ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version