Site icon suprovatsatkhira.com

কালিগঞ্জে বিজ্ঞান ও প্রযুুক্তি সপ্তাহ উদযাপন

নিজস্ব প্রতিনিধি: ‘বিজ্ঞান ও প্রযুক্তি, চেতনার মু্িক্ত’ প্রতিপাদ্যকে সামনে রেখে কালিগঞ্জে অনুষ্ঠিত হলো বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার মো: মোজাম্মেল হক রাসেলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদের সঞ্চালনায় বিশষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দিপালী রাণী ঘোষ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নরিম আলী মুন্সী, উপজেলা শিক্ষা কর্মকর্তা শামসুন্নাহার, সহকারী শিক্ষা কর্মকর্তা ওমর ফারুক, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল মোনায়েম, সাধারণ সম্পাদক গাজী মিজানুর রহমান, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু প্রমুখ। উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রাঙ্গনে অনুষ্ঠিত বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে মেলায় উপজেলার ৬ টি কলেজ ও ১০ টি মাধ্যমিক বিদ্যালয় অংশগ্রহণ করে। বিজ্ঞান মেলায় মাধ্যমিক পর্যায়ে ১ম স্থান অর্জন করেছে মোজাহার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়, দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ও শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়। কলেজ পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে শিমু-রেজা এমপি কলেজ, দ্বিতীয় হয়েছেন নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজ এবং তৃতীয় স্থান অর্জন করেছে রোকেয়া মনসুর মহিলা কলেজ।
এদিকে বুধবার (২৭ নভেম্বর) থেকে উপজেলার সকল মাধ্যমিক ও নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা শুরু হচ্ছে। মাত্র ১ দিন আগে এই বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন করার ঘটনায় শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন মহলের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়। একারণে অনেক প্রতিষ্ঠান অনুষ্ঠানে অংশগ্রহণ করেনি বলে জানা গেছে।
এব্যাপারে জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, সরকারি ভাবে নির্দ্ধারিত তারিখেই বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ পালিত হয়েছে। বার্ষিক পরীক্ষার বিষয়টি বিবেচনা করে এবার দু’দিনের পরিবর্তে একদিনের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে বলে জানান তিনি।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version