Site icon suprovatsatkhira.com

কালিগঞ্জে দু’দিন ব্যাপী আয়কর মেলার বর্ণাঢ্য উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি: ‘কর প্রদানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, নিশ্চিত হোক রূপকল্প বাস্তবায়ন’ প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় কালিগঞ্জে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হলো দু’দিন ব্যাপী আয়কর মেলা-২০১৯।

জাতীয় রাজস্ব বোর্ডের তত্ত¡াবধানে কর অঞ্চল খুলনার অধিক্ষেত্রাধীন উপ-কর কমিশনারের কার্যালয় সার্কেল-১৬ এর আয়োজনে প্রধান অতিথি হিসেব উপস্থিত থেকে আয়কর মেলার উদ্বোধন করেন সাতক্ষীরা-৪ আসনের এমপি এসএম জগলুল হায়দার। কর অঞ্চল খুলনার যুগ্ম কর কমিশনার মোঃ মঞ্জুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সার্কেল-১৬ এর উপ-কর কমিশনার উজ্জ্বল কুমার সরদার।

সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক রাসেল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম, সাতক্ষীরা আয়কর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির, নাজিমগঞ্জ বাজার কমিটির সাধারণ সম্পাদক শেখ আবু তাহের প্রমুখ।
অনুষ্ঠানে কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজের অধ্যক্ষ একেএম জাফরুল আলম বাবু, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফুসহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, সাংবাদিক ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন।
১৯ ও ২০ নভেম্বর দু’দিন ব্যাপী আয়কর মেলা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হচ্ছে। এখানে টিআইন রেজিস্ট্রেশন, রি-রেজিস্ট্রেশন, আয়কর প্রদানে সহায়তা ও ব্যাংক বুথে করের টাকা জমা দেয়ার সুবিধা রয়েছে। মেলায় কর প্রদানের জন্য বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version