নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জের বিষ্ণুপুর ইউপি’র বন্দকাটি গ্রামে গলদা-কার্প মিশ্র চাষ বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে নওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশনের উদ্যোগে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন’র অর্থায়নে ও ইফাদের সহযোগিতায় মৎস্য উৎপাদনকারী দলের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ দান করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: শফিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন বাবু কুমার রায়, রজন সরকার, আজিবার রহমান, মিজানুর রহমান প্রমুখ। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সকলের মাঝে সম্মানি ভাতা প্রদান করা হয়।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/