নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় এক দম্পতি গুরুতর আহত হয়েছেন। তারা হলেন, উপজেলার মৌতলা গ্রামের মৃত শেখ মনছুর আলীর ছেলে মৌতলা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ আমিনুর রহমান (৫৩) ও তার স্ত্রী মনিরা খাতুন (৪৬)। এ ঘটনায় ভুক্তভোগী ৭ জনের বিরুদ্ধে থানায় লিখিত এজাহার দিয়েছেন।
এজাহার সূত্রে জানা যায়, শেখ আমিনুর রহমানের সাথে প্রতিবেশী শেখ শাহাজান গংয়ের জমি নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলছে। এর প্রেক্ষিতে শেখ শাহাজানের ছেলে জাকির হোসেন (২৮) বাদী হয়ে আদালতে ১৪৫ ধারামতে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় জাকির হোসেন পরাজিত হয়ে বিরোধীয় জমি জবরদখলের পায়তারা চালাতে থাকে। এক পর্যায়ে গত রবিবার (১০ নভেম্বর) বেলা ১২ টার দিকে জাকির হোসেনের নেতৃত্বে তার সহোদর জাবির হোসেন (২১), জুনায়েদ হোসেন ওরফে সান (৪০), শাহারিয়া খাতুন (২০), তাদের মাতা জেবুন্নেছা (৬০), শেখ মোস্তাক হোসেনের ছেলে আরাফাত হোসেন (২৩), জুনায়েদ হোসেনের স্ত্রী মাহমুদা বেগম (৩০) পরস্পর দলবদ্ধ হয়ে লাঠিসোটা, দা, লোহার রডসহ দেশী অস্ত্রসস্ত্র নিয়ে আমিনুর রহমানের বসতবাড়িতে প্রবেশ করে অশ্লীল ভাষায় গালিগালাজ ও তার স্ত্রী মনিরা খাতুনের উপর লোহার রড দিয়ে মারপিট শুরু করে। বিষয়টি জানার পর স্ত্রীকে রক্ষা করতে এগিয়ে গেলে আমিনুর রহমানের মাথায় ধারালো দা দিয়ে কোপ মারে প্রতিপক্ষরা। এতে তিনি মারাত্মক জখম হন। প্রতিপক্ষরা মনিরা খাতুনের শ্লীলতাহানি করে ও শ^াসরোধে হত্যার চেষ্টা চালায়। ছিনিয়ে নেয় ১২ আনা ওজনের স¦র্ণের চেইন। এসময় আমিনুর রহমানের ভাই শেখ মোমিনুর রহমানও জখম হন। তাদের ডাক চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে প্রতিপক্ষরা খুন জখমের হুমকি প্রদান করে ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তীতে প্রতিবেশীরা গুরুতর আহত অবস্থায় শেখ আমিনুর রহমান ও মনিরা খাতুনকে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন আছেন।