Site icon suprovatsatkhira.com

কালিগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরধরে- বসতবাড়ি ভাঙচুর, লুটপাটসহ আহত-৪

মথুরেশপুর (কালিগঞ্জ) প্রতিনিধি: জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরধরে কালিগঞ্জের মথুরেশপুর ইউনিয়নের গণপতি গ্রামের মৃত শেখ আব্দুস সোবহান’র ছেলে সাইফুল ইসলামের বসত-বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট’র অভিযোগ উঠেছে। গত শুক্রবার (১ নভেম্বর) বিকেলে এ ঘটনাটি ঘটেছে। এসময় ৪ জন গুরুতর আহত হয়েছে। এঘটনায় ভুক্তভোগী সাইফুল ইসলাম কালিগঞ্জ থানায় লিখিত এজাহার দিয়েছেন।

এজাহার সূত্রে জানা যায়, উপজেলার মথুরেশপুর ইউনিয়নের মৃত আক্তার আলীর ছেলে শেখ আব্দুল আজিজ ওরফে টেটো মিস্ত্রীর সাথে ওই গ্রামের সাইফুল ইসলামের দীর্ঘদিন জমি-জমা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল।

পূর্ব শত্রুতার জের হিসেবে গত ১ নভেম্বর বিকেল ৩ টার দিকে টেটো মিস্ত্রী বহিরাগত লাঠিয়াল বাহিনী ভাড়া করে সাইফুল ইসলামের দখলীয় সম্পত্তি জবর দখলের উদ্দ্যেশে বে-আইনি জনতাবন্ধে অস্ত্র-সস্ত্রের সজ্জিত হয়ে অনধিকার ভাবে সাইফুল ইসলামের গণপতি মৌজাস্থ বাড়িতে প্রবেশ করে টিনসেডের বসতঘর ভাঙচুর করতে থাকে। এসময় সাইফুল ইসলাম বাঁধা দিলে টেটো মিস্ত্রী গং তাকে এলোপাতাড়ি মারতে থাকে। একপর্যায়ে সাইফুল ইসলামের স্ত্রী ঠেকাতে গেলে টেটো মিস্ত্রী গং ধারালো দা দিয়ে তার মাথায় কোপ মারে এবং শ্লীলতাহানির ঘটনাও ঘটায়।
সাইফুল ইসলামের বাড়ির অন্য সদস্যদের চিৎকারে তার ভগ্নিপতি এশার আলী গাজী ও প্রতিবেশি আমেনা খাতুন এগিয়ে আসলে টেটো মিস্ত্রী গং তাদেরকেও মারধর করতে থাকে। একপর্যায়ে এশার আলী গাজীর হাতের মধ্যমা আঙ্গুল ও আমেনা খাতুনের নাকের ডাড় ভেঙ্গে যায়।
এজাহার সূত্রে আরও জানা যায়, টেটো মিস্ত্রী গং সাইফুল ইসলামের বাড়িতে হামলার পর তার বসতঘরে প্রবেশ করে নগত টাকাসহ স্বর্ণের চেইন চরি করে নেয়। এছাড়া সাইফুল ইসলামের বসতঘরের যাবতীয় আসবাবপত্র ভাঙচুর করে টেটো গং দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তীতে স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এঘটনায় ভুক্তভোগী সাইফুল ইসলাম ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৮/১০ জনের নামে বাদী হয়ে থানায় এজাহার দিয়েছেন।
এব্যাপারে থানার পরিদর্শক (তদন্ত) এসএম আজিজুর রহমান জানান, লিখিত এজাহার পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version