নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে ক্লিন সাতক্ষীরা গ্রিন সাতক্ষীরা বিতর্ক এবং বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ নভেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রথমে ‘ক্লিন সাতক্ষীরা ও গ্রিন সাতক্ষীরা’ বাস্তবায়নে দুর্নীতিই প্রধান অন্তরায় বিতর্ক প্রতিযোগিতা সরকারি কালিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় ও শ্রীকলা মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে অনুষ্ঠিত হয়। এতে সরকারি কালিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন কালিগঞ্জ রোকেয়া মুনছুর মহিলা কলেজে অধ্যক্ষ জাফরুল আলম বাবু, বিচারক ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলাম, রোকেয়া মুনছুর মহিলা কলেজের প্রভাষক মাসুদুর রহমান ও সুকুমার দাশ বাচ্চু ।
পরবর্তীতে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন সরকারি কালিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়, নলতা মাধ্যমিক বিদ্যালয়, মোজাহার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় ও সুরাত আলী মাধ্যমিক বিদ্যালয়। এতে নলতা মাধ্যমিক বিদ্যালয় প্রথম, মোজাহার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় দ্বিতীয় ও সুরাত আলী মাধ্যমিক বিদ্যালয় তৃতীয় স্থান অধিকার করেন। মডারেটর হিসেবে ছিলেন বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান, বিচারক ছিলেন মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার বৈদ্য।
প্রতিযোগিতায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আবুল কালাম আজাদ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক রাসেল, উপজেলা শিক্ষা অফিসার সামছুন্নাহার প্রমুখ।