Site icon suprovatsatkhira.com

ইনোভেশন আইডিয়ার অধিদপ্তরের শ্রেষ্ঠ কর্মকর্তার পুরস্কার পেলেন সমাজসেবা অফিসার শেখ শহিদুর রহমান

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার আশাশুনি উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ শহিদুর রহমানের ইনোভেশন আইডিয়ার উপর সমাজসেবা অধিদপ্তর থেকে শ্রেষ্ঠ কর্মকতার পুরস্কার গ্রহণ করেছেন। মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে আগারগাঁও শেরেবাংলা নগরে সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালকদের নিয়ে অনুষ্ঠিত ডিডি সম্মেলনে প্রধান অতিথি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জুয়েনা আজিজ তার হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক গাজী নুরুল কবির। এসময় সমাজসেবা অধিদপ্তর পরিচালকবৃন্দ এবং ৮ বিভাগের ৮ জন পরিচালক, ৬৪ জেলা থেকে আগত ৬৪ জন পরিচালক, এবং সমাজসেবা অধিদপ্তরের সকল পর্যায়ের কর্মকর্তা এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন। শেখ শহিদুর রহমান শহর সমাজসেবা কার্যালয় সাতক্ষীরাতে কর্মরত থাকাকালীন সময় সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচিসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে স্বচ্ছতার অবদান রেখেছেন এবং সকল প্রকার ভাতা প্রদানের ক্ষেত্রে কোন প্রকার দুর্নীতি যাতে না হয় তার জন্য সর্বদা তৎপর ছিলেন। তিনি বিভিন্ন সময়ে সাতক্ষীরা পৌরসভার ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে সমাবেশ করে ভাতা ভোগীদের কাছে একটি বার্তা পৌঁছে দিয়েছেন যে সকল প্রকার ভাতাসহ সরকারি সেবা পেতে কোন টাকা লাগে না আজ তার এই কর্মের কারণে তাকে স্বীকৃতি প্রদান করা হলো। একই সাথে অধিদপ্তর থেকে তার এই কার্যক্রমটি দেশব্যাপী পরিচালিত হবে বলে সীদ্ধান্ত গৃহীত হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version