Site icon suprovatsatkhira.com

আশাশুনি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে বাইনতলা আর.সি মাধ্যমিক বিদ্যালয়ে দাতা শ্রেণির ভোটার করতে অনিয়ম প্রতিকারের দাবিতে সংবাদ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ নভেম্বর) সকালে আশাশুনি প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করেন বাইনতলা গ্রামের বাবুরাম সরকারের ছেলে দীনেশ চন্দ্র সরকার। লিখিত বক্তব্যে তিনি জানান, বাইনতলা আরসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খগেন্দ্র নাথ মন্ডলের বিজ্ঞপ্তি মোতাবেক আমি ১৬ নভেম্বর বিকাল ৩.৪০ টায় দাতা শ্রেণির সদস্য পদের জন্য নগদ ২০ হাজার টাকা জমা প্রদান করি। একই দিন আরও ১১ জন ১১টি ব্যাংক চেক প্রদান করে ভোটার হওয়ার আবেদন করেন। কিন্তু আমিসহ মোট ১২ জনের মধ্যে ১০ জনের প্রদত্ত চেক সরকারি বিধি মোতাবেক হয়নি। আমার ও বিপ্লব কান্তি মন্ডলের চেকটি ছাড়া বাকি ১০টি বিধি মোতাবেক হয়নি। বাকি ১০ জন বিধি বহির্ভূতভাবে অন্যের চেক বইয়ের পাতা ব্যবহার করে জমা দিয়েছেন। যাদের মধ্যে রতেœশ্বর মন্ডল পবিত্র মন্ডলের চেক, রাজীব কুমার মন্ডল সুজিত কুমার গাইনের, হাসান মোল্যা খালেক মোল্যার, হোসেন মোল্যা খালেক মোল্যার, ইউ কে মোল্যা খালেক মোল্যার, গুরু দাশ মন্ডল খালেক মোল্যার, সুজিত কুমার গাইন খালেক মোল্যার, গীতা রানী মন্ডল বিপ্লব কান্তির, লিপিকা বালা বিপ্লব কান্তির ও অরবিন্দ মন্ডল বিপ্লব কান্তির চেক বইয়ের পাতা নিয়ে জমা দিয়েছেন। এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ এনে প্রতিকার প্রার্থনা করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্তা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version